চিলির খনির সেই ঘটনা আসছে এবার রুপালি পর্দায়
১৫ নভেম্বর ২০১০গত ১৩ অক্টোবর খনির ভেতর থেকে উদ্ধার করা হয় খনি শ্রমিকদের৷ চিলির এই হিরোদের সাক্ষাৎকার পাওয়ার জন্য মরিয়া বিভিন্ন দেশের মিডিয়া৷ ছবি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও পিছিয়ে নেই৷ শ্রমিকদের আইনজীবী এদগার্দো রেইনোসো জানিয়েছেন, প্রতিদিন এই ধরণের অনুরোধ আসছে গড়ে ১০ টি করে৷ কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সতর্ক খনি শ্রমিকরা৷ তাঁরা চান না এই ঘটনাকে কেন্দ্র করে কেউ লাভের ব্যবসা গড়ে তুলুক৷ তাই তাঁরা সকলে মিলে একটি কোম্পানি গড়ে তুলেছেন, যাতে করে এই ঘটনা থেকে যদি কোন বাণিজ্যিক মুনাফা আসে তাহলে সকলে মিলে যেন তার ভাগ পান৷
যাই হোক সিনেমার কথায় আসি৷ জানা গেছে, হলিউডের তারকা ব্র্যাড পিটের প্রতিষ্ঠান প্ল্যান বি এন্টারটেইনমেন্ট কোম্পানি নাকি সবুজ সঙ্কেত পেয়েছে খনি শ্রমিকদের কাছ থেকে৷ যদি তাই হয়, তাহলেই খুব শিগগিরই খনির ভেতরের সেই শ্বাসরুদ্ধকর দিনগুলো উঠে আসবে সিনেমার পর্দায়৷ আরও জানা গেছে, এই ছবিতে অভিনয় করবেন খনি শ্রমিকদের কেউ কেউ৷ ইতিমধ্যে নতুন ছবির জন্য কয়েক মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছে খনি শ্রমিকদের৷
হলিউড তারকা ব্র্যাড পিটের মালিকানাধীন প্রতিষ্ঠান প্ল্যান বি এন্টারটেইনমেন্ট ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবি নির্মাণ করে নাম কামিয়েছে৷ তার মধ্যে সম্প্রতি জুলিয়া রবার্টস অভিনীত ‘ইট, প্রে, লাভ' ছবিটি বেশ সাড়া জাগিয়েছে৷ এদিকে, চিলির এই ঘটনাকে নিয়ে ছবি তৈরি করলেও তাতে ব্র্যাড পিট নিজে অভিনয় করছেন কিনা সেটি এখনও জানা যায়নি৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই