ঘেসো ব্যাঙ, গেছো ব্যাঙ, টমেটো ব্যাঙ...
ব্যাং বাঁচাও দিবস পড়ে প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবারে৷ পৃথিবীতে প্রায় ৪,৮০০ ধরনের ব্যাঙ আছে৷ এখানে তাদের কয়েকটি...
বিশ কোটি বছর
ব্যাঙেরা দুনিয়ায় রয়েছে প্রায় বিশ কোটি বছর ধরে৷ এর মধ্যে তারা দেখিয়েছে, তারা নানা ধরনের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে৷ আজ পৃথিবীতে প্রায় ৫,০০০ প্রজাতির ব্যাঙ আছে৷ কিন্তু মানুষের কার্যকলাপ, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি কারণে ব্যাঙের সংখ্যা ক্রমেই কমে আসছে৷
‘বিষের তীর’ ব্যাঙ
ইংরেজিতে ‘পয়জন ডার্ট ফ্রগ’৷ এ ধরনের ব্যাঙ মধ্য ও দক্ষিণ অ্যামেরিকায় দেখতে পাওয়া যায়৷ এদের পনেরো ধরনের রঙ আর নকশা আছে৷ ব্যাঙটির বিষ আসে তারা যে সব পোকামাকড় খায়, তা থেকে৷
মুখোশ পরা গেছো ব্যাঙ
‘মাস্ক্ড ট্রি ফ্রগ’-কে পাওয়া যায় মধ্য ও দক্ষিণ অ্যামেরিকায়৷ অন্য আরো অনেক প্রজাতির ব্যাঙের মতো মুখোশ পরা গেছো ব্যাঙ তার রং বদলাতে পারে৷ দিনের বেলা বাদামি রঙের ব্যাঙগুলি রাতে সবুজ হয়ে যায়৷
লালচোখো গেছো ব্যাঙ
একবার দেখলে ভোলার কথা নয়! থাকে মধ্য অ্যামেরিকার গ্রীষ্মপ্রধান জলাভূমি ও পাহাড়ি জঙ্গলে৷ এর চোখগুলো লাল শুধুমাত্র আত্মরক্ষার কারণে৷ দিনের বেলায় ব্যাঙটা যখন ঘুমায়, তখন তার চোখের পাতা চারপাশের সবুজের মতো সবুজ হয়৷ কিন্তু কোনো শত্রু কাছাকাছি এলে লাল চোখ খুলে তাকে ভয় দেখায় এই জীবটি৷
ঘেসো ব্যাঙ
ইংরেজি নাম কমন ফ্রগ বা গ্রাস ফ্রগ, ইউরোপের সর্বত্র পাওয়া যায়৷ ঘেসো ব্যাঙেরা নাকি যে পুকুরে তাদের জন্ম, গন্ধ শুঁকে সেখানে ফিরে যেতে পারে৷ প্রজননের সময় পুরুষ ব্যাঙটা স্ত্রী ব্যাঙের পিঠে দিনের পরে দিন কিংবা সপ্তাহের পর সপ্তাহ ধরে সেঁটে থাকে, যতক্ষণ পর্যন্ত না স্ত্রী ব্যাঙটি হাজার-দু’হাজার ডিম পাড়ে৷ পুরুষব্যাঙটি তখন তার উপর নিজের শুক্র দেয়, যা থেকে সপ্তাহ দু’য়েক পরে ব্যাঙাচিদের জন্ম হয়৷
বরফ পড়লেই বা কি
তাই বরফের মধ্যেই স্ত্রী ব্যাঙটির পিঠে চেপে বসে রয়েছে একটি পুরুষ ঘেসো ব্যাঙ৷ দৃশ্যটি জার্মানির৷
ব্যাঙাচি
ব্যাঙ থেকে ব্যাঙাচি – আবার ব্যাঙাচি থেকে ব্যাঙ হতে বেশ কয়েক সপ্তাহ লেগে যায়৷
টমেটো ব্যাঙ
থাকে মাদাগাস্কারে৷ চুপচাপ বসে থেকে হঠাৎ জিভ বের করে শিকার ধরে৷ তবে শিকার গলাধঃকরণ করার জন্য টমেটো ব্যাঙকে তার চোখ বন্ধ করে অক্ষিগোলক দু’টিকে ঠেলে তাদের কোটর থেকে বের করে দিতে হয়! অন্য কোনো জীব টমেটো ব্যাঙকে আক্রমণ করলে, তার শরীর থেকে এমন একটা পিচ্ছিল পদার্থ বের হয়, যার ফলে শিকারি শিকার ফেলে পালায়৷
ঘ্যাঙর ঘ্যাঙ
গ্রাফিতিটি জার্মানির বাভারিয়া অঞ্চলের৷ এ দেশে ব্যাঙ ডাকে ‘কোয়াক, কোয়াক’, আমাদের দেশে ঘ্যাঙর ঘ্যাঙ – মানেটা বোধহয় একই দাঁড়ায়...