গ্র্যামি পদকের জন্য মনোনীত অ্যাপল প্রতিষ্ঠাতা জবস
২২ ডিসেম্বর ২০১১ন্যাশনাল অ্যাকাডেমি অফ রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেস এর বিবৃতিতে বলা হয়েছে, ‘‘জবস এমন প্রযুক্তি ও পণ্য উৎপাদন করেছিলেন যা সংগীত, টেলিভিশনের অনুষ্ঠান, চলচ্চিত্র এবং বই-পত্র উপভোগ করার ধারাকে পাল্টে দিয়েছে৷ তাই এই সম্মানজনক পদক তাঁর সেই অবদানকে অমর করে রাখার একটি প্রয়াস৷'' উল্লেখ্য, অ্যাপল প্রতিষ্ঠাতা এবং আইপড, আইপ্যাড এবং আইফোনের মতো প্রযুক্তির রূপকার স্টিভ জবস দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর গত অক্টোবরে মারা যান৷
স্টিভ জবস এর পাশাপাশি ৫৪তম গ্র্যামি পদকের জন্য মনোনীত হয়েছেন অলম্যান ব্রাদার্স ব্যান্ড, গ্লেন ক্যাম্পবেল, আন্টোনিও কার্লোস জবিম, জর্জ জোনস, দ্য মেম্ফিজ হর্নস, রস এবং জিল স্কট-হিরোন৷ ১৯৯৪ সালে ৬৭ বছর বয়সে মারা গেছেন জবিম৷ তবে তাঁকেই ব্রাজিলের সবচেয়ে প্রভাবশালী সংগীত শিল্পী হিসেবে বিবেচনা করা হয়৷ ভিনিসিয়াস ডে মোরায়েস এবং টম জবিম ১৯৬২ সালে যৌথভাবে রচনা করেছিলেন ‘ইপানেমা'র মেয়ে' শিরোনামে ব্রাজিলের ঐতিহ্যবাহী গান, যেটি এখন দেশটির সাংস্কৃতিক অঙ্গনের মূল সংগীতে পরিণত হয়েছে৷
৬৭ বছর বয়সি ডিভা ডায়ানা রস ইতিমধ্যে ‘লেডি সিংস দ্য ব্লুজ' ছবিতে বিলি হলিডে'র ভূমিকায় অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন৷ তবে এবার তিনি তাঁর সংগীত প্রতিভার জন্য গ্র্যামি পদক পেতে যাচ্ছেন৷
গ্র্যামি পদক প্রদানকারী সংস্থার প্রধান এবং দ্য রেকর্ডিং অ্যাকাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা নিল পোর্টনাউ বলেন, ‘‘এ বছরের পদকের জন্য মনোনীতদের মধ্যে ভিন্ন ধারার প্রতিভার সংমিশ্রণ ঘটেছে, যা আমাদের সাংস্কৃতিক জগতের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে৷ এছাড়া আমাদের শিল্প-সংস্কৃতির উপর যাদের প্রতিভার প্রভাবশালী স্বাক্ষর রয়েছে তাদের অবদানের এটি একটি সম্মানজনক স্বীকৃতি৷''
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক