গ্রিসে দাবানলে প্রথম মৃত্যু
গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে দেশটি৷
প্রথম মৃত্যু
গ্রিসের রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলে দাবানল অব্যাহত রয়েছে৷ ফলে সেখানকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন৷ মঙ্গলবার সকালে দমকল কর্মীরা পুড়ে যাওয়া একটি কারখানা থেকে এক নারীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছেন৷ সাম্প্রতিক দাবানলে এখন অবধি এটাই একমাত্র মৃত্যু৷
একসঙ্গে বাঁচার লড়াই
এথেন্সের উত্তরে ভ্রিলিসিয়ায় স্বেচ্ছাসেবীরা আগুন নেভাতে জরুরি সেবা সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছেন৷ বিভিন্ন স্থানে অঙ্গার থেকে আবার আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ পাশাপাশি গতরাতে বাতাস কমে এলেও তা আবার বাড়লে আগুন ছড়ানোর আশঙ্কা রয়েছে৷
ব্যাপক ক্ষয়-ক্ষতি
এথেন্সের শহরতলী হালান্দ্রির একটি বাড়ির টয়লেটে গলে যাওয়া টেপ দাবানলের তীব্রতা সম্পর্কে ধারণা দিচ্ছে৷ অনেক কাঠের বিদ্যুতের খুঁটি জ্বলে যাওয়ায় বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে৷
শ্বাস নেয়া কঠিন
ভ্রিলিসিয়ায় অনেক মানুষ পরিস্থিতি বুঝতে বাড়ির ছাদে উঠে গেছেন৷ কেউ কেউ শ্বাস নিতে সুবিধার জন্য মাস্ক ব্যবহার করছেন৷ বায়ু দূষণ বিষাক্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ৷
আন্তর্জাতিক সহায়তা
আগুনের লেলিহান শিখা গাছের উপরে উঠে গেছে৷ কিছু এলাকা এখন পুরোপুরি অগ্নিনির্বাপন কর্মী এবং পুলিশ পর্যবেক্ষণ করছেন৷ আন্তর্জাতিক সহায়তাও পৌঁছাচ্ছে৷ গ্রিসের আহ্বানের পর চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, ইটালি, সার্বিয়া, রোমানিয়া এবং তুরস্ক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে৷
অসহায়ত্ব
ভ্রিলিসিয়া গ্রামে আগুন ক্রমশ মানুষের ঘর-বাড়ির কাছে পৌঁছে যাচ্ছে৷ আবহাওয়াবিদ এবং সিভিল ডিফেন্স কর্মকর্তারা সপ্তাহান্তে সতর্ক করে বলেছিলেন যে, আজিয়ান সাগরের আশেপাশে তীব্র খরা এবং শক্তিশালী বাতাসের কারণে ছোট্ট আগুনও দাবানলে রূপ নিতে পারে৷
আগুন নেভানোর নিরলস চেষ্টা
সরকারের মুখপাত্র ভ্যাসিলিওস ভাথ্রাকোজিয়ানিস জানিয়েছেন যে, অগ্নিনির্বাপক কর্মীরা সারারাত আগুন নেভানোর চেষ্টা করেছেন৷ তা সত্ত্বেও আগুন ছড়িয়ে পড়েছে৷ মানুষের জীবন বাঁচাতে বেশ কয়েকটি গ্রাম জনশূন্য করেছে এথেন্স কর্তৃপক্ষ৷