1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুজবের জন্য ব্র্যাঞ্জেলিনা জুটির কাছে ক্ষমা চাচ্ছে ব্রিটিশ ট্যাবলয়েড

২৩ জুলাই ২০১০

বেশ কিছুদিন আগে গুজব উঠেছিল, হলিউডের ব্র্যাঞ্জেলিনা জুটি ভেঙ্গে যাচ্ছে৷ আর এই গুজবের পেছনে ছিল ব্রিটিশ একটি ট্যাবলয়েড পত্রিকা৷ কিন্তু এই গুজব রটানোর জন্য এখন খেসারত দিতে হচ্ছে তাদের৷

https://p.dw.com/p/OS0P
Brad Pitt and Angelina Jolie
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি একসঙ্গেছবি: AP

এই বছরের জানুয়ারিতে ব্রিটেনের নিউজ অফ দ্য ওয়ার্ল্ড এক খবরে জানায়, যে হলিউডের নামকরা তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি আর ব্রাড পিটের সম্পর্কে ভাঙ্গন ধরেছে৷ তাঁদের এই সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে শিগগিরই৷ পত্রিকাটি তাদের সেই এক্সক্লুসিভ খবরে আরও জানিয়েছিলো, ইতিমধ্যে দুই তারকা নাকি তাদের সম্পত্তির ভাগাভাগি নিয়েও আইনজীবীর আশ্রয় নিয়েছেন৷ এই সম্পত্তির পরিমাণ ৩১ কোটি ডলার৷ এছাড়া তাদের দত্তক নেওয়া ছয়টি বাচ্চাও রয়েছে এই ভাগাভাগির মধ্যে৷

Tabloid newspapers
ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকাগুলো প্রায়ই গুজবের জন্ম দেয়ছবি: AP

বলা বাহুল্য, পত্রিকার এই গরম খবরটি পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হয়েছে৷ আগের মতই বহাল রয়েছে হলিউডের ব্র্যাঞ্জেলিনা জুটিকে৷ দুজনকে একসঙ্গে এরপর অনেক জায়গাতেই দেখা গিয়েছে৷ তবে এই গুজবের পেছনে থাকা সেই পত্রিকাকে তাঁরা ছেড়ে দেননি৷ লন্ডনের আদালতে ঠিকই মামলা ঠুকে দিয়েছেন ব্যক্তিগত বিষয়ে ভুয়া খবর ছাপানোর জন্য৷ হলিউডের এই জুটির আইনজীবী কেইথ শিলিং বৃহস্পতিবার জানিয়েছেন, মামলার রায়ের আগেই একটি সুরাহাতে পৌঁছতে চায় নিউজ অফ দ্য ওয়ার্ল্ড৷ জোলি ও পিটের দাবি মত তারা ক্ষতিপুরণ দিতে রাজি হয়েছে৷ কেবল ক্ষতিপুরণ নয়, ভুয়া খবর ছাপানোর জন্য পাঠকদের কাছে ক্ষমা চাইতেও রাজি হয়েছে নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকার কর্তৃপক্ষ৷

দুই পক্ষের এই আপোশ মীমাংসার সময় অবশ্য উপস্থিত ছিলেন না ব্র্যাড পিট কিংবা অ্যাঞ্জেলিনা জোলি কেউই৷ আইনজীবী জানিয়েছেন মামলায় ক্ষতিপুরণের অর্থ তাঁরা তাঁদের দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দেবেন৷ তাবে তাঁদের এই মামলার পর এখন বিনোদন জগতের খবরওয়ালারা একটু বেশি সতর্ক থাকবেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: আরাফাতুল ইসলাম