গাজায় ধ্বংসস্তূপেই শুরু নতুন জীবন
ইসরায়েল-ফিলিস্তিনের সাম্প্রতিক সংঘাতের পর নতুন করে জীবনযুদ্ধে নেমেছেন গাজা উপত্যকার বাসিন্দারা৷ ধ্বংসস্তূপে কেমন করে তারা বসবাস শুরু করেছেন, দেখুন ছবিঘরে...
বাসার বদলে তাঁবু
ভেঙে পড়া বাসার ধ্বংসস্তূপের ওপরে তাঁবু গেড়ে বসে আছে জাওয়ারা পরিবারের সদস্যরা৷ রাতের আঁধারে মোমবাতির আলোই তাদের সম্বল৷
অন্ধকারে আলো
গাজা উপত্যকার উত্তরাঞ্চলের একটি ঘর৷ আশেপাশে কোথাও আলো নেই৷ শুধু একটি বাসার আলো দেখা যাচ্ছে৷ সেই বাসার একটি ছেলেকেও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে৷
পতাকা
ইসরায়েলের বিমান হামলায় ভেঙে পড়েছে গাজা উপত্যকার বহু বাড়িঘর৷ এমনই এক ভবনের উপরে উড়ছে ফিলিস্তিনের পতাকা৷
পড়ে আছে শুধু বিছানা
ছবিতে দেখা যাচ্ছে একটি ধ্বংস হওয়া বাসা৷ সেই বাসার ধ্বংসস্তূপ থেকে একটি জামা ও তোষক উদ্ধার করতে পেরেছে এক বালক৷
রান্নাবান্না
বাসার বেশিরভাগ ঘর ধ্বংস৷ অক্ষত আছে রান্নাঘরের একাংশ৷ সেখানে চুলা জ্বালিয়ে রান্না করছেন এক ফিলিস্তিনি নারী৷
ধ্বংসস্তূপে শৈশব
শহরের বেশ বড় একটা অংশ ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত৷ এর মাঝেই শৈশবের নানা মুহূর্ত খুঁজে নিচ্ছে শিশু-কিশোররা৷ ছবিতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া এক বালককে৷
চলছে আড্ডা
যেখানে কয়েক দিন আগেই চলেছিল বিমান হামলা, সেইখানেই এখন স্থানীয় যুবকেরা জমাচ্ছেন আডডার আসর৷ ভাঙা বাসার গায়েই তামাক-হুঁকো সহযোগে আড্ডা চলছে৷
সংসার
ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে আবার সংসার সাজাতে শুরু করেছেন গাজা উপত্যকার স্থানীয়রা৷ ছবিতে এমনই একটি পরিবার৷
সাজসজ্জা
বিমান হামলায় ধ্বংস হওয়া ভবনের গায়েই পাতা রয়েছে চেয়ার, সামনে আয়না৷ এ অবস্থাতেই স্থানীয় এক নাপিত তার খদ্দেরদের চুল কাটছেন৷
বাস্তবের মুখোমুখি
রাতের অন্ধকারে হাতে ধরা মোমবাতির আলোতেও চলছে ধ্বংসস্তূপের মধ্যে প্রয়োজনীয় জিনিসের খোঁজ৷ ছবিতে মোমবাতি হাতে এক বালককে তার বাসার ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে৷