1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গভর্নর হত্যার সমর্থকরাই আসল ধর্ম অবমাননাকারী : বিলাওয়াল

১১ জানুয়ারি ২০১১

পাকিস্তানে গভর্নর সালমান তাসিরের হত্যাকাণ্ডকে যারা সমর্থন করছে, তারাই প্রকৃত অর্থে ‘ব্লাসফেমার’ বা ধর্মের অবমাননাকারী, বললেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি’র কো-চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি৷

https://p.dw.com/p/Qpie
বাবার সঙ্গে বিলাওয়ালছবি: AP

গতকাল লন্ডনে নিহত তাসিরের স্মরণে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন বেনজির ভুট্টোর এই তরুণ ছেলে৷ এছাড়া, পাকিস্তানে বসবাসরত খ্রিস্টান সহ সংখ্যালঘুদের আরও নিরাপত্তা দেয়ারও অঙ্গীকার করেন তিনি৷

উল্লেখ্য, নিহত তাসির পাঞ্জাব প্রদেশের গভর্নর ছিলেন এবং পাকিস্তান পিপিপি’র অন্যতম শীর্ষ নেতা ছিলেন৷ দেশটির বর্তমান ‘ব্লাসফেমি ল’ বা ধর্ম অবমাননাকারী আইনের সংস্কারের পক্ষে একজন জোরালো সমর্থক ছিলেন তিনি৷ আর এটাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়৷ খুন হতে হয় তাঁকে৷ তাঁরই এক দেহরক্ষীর গুলিতে৷

গত বছর বর্তমান ধর্ম অবমাননাকারী আইনের মাধ্যমে এক খ্রিস্টান নারীকে মৃত্যুদণ্ড দেয়া হলে তখন তার বিরোধীতা করেছিলেন নিহত গভর্নর তাসির৷ ফলে সহজেই বিভিন্ন ইসলামী গোষ্ঠীর চক্ষুশূলে পরিণত হন তিনি৷

তাই তাসির নিহত হওয়ায় আনন্দ প্রকাশ করে ইসলামী গোষ্ঠীগুলো এবং দেহরক্ষী মুমতাজ হুসেইন কাদরিকে ‘নায়ক’ বলে আখ্যায়িত করে৷

এইসব ইসলামী গোষ্ঠীকে উদ্দেশ্যে করে বিলাওয়াল ভুট্টো বলেন, ‘‘আপনাদের কারণেই বিশ্ববাসীর চোখে ইসলামের বার্তা বিকৃত হয়ে ধরা দিচ্ছে৷’’ তিনি বলেন, ‘‘যারা আমার ধর্মকে আক্রমণ করেছে, বিশেষ করে যারা ইসলামের শান্তির বার্তাকে কলঙ্কিত করছে, তারাই আসল ধর্মের অবমাননাকারী এবং তাদেরকে পরাজিত করতেই হবে৷ এবং এটাই হবে আমাদের জিহাদ৷’’

বিলাওয়াল বলেন, ‘‘আমার মা এবং তাসির দুজনই ইসলামের আসল বক্তব্যকে সমর্থন করতে গিয়ে জীবন দিয়েছেন৷’’

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ