‘‘ক্ষুধার্ত বায়ার্ন আরো শিরোপা চায়’’
৬ জানুয়ারি ২০১৪বায়ার্ন মিউনিখের ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে লাম বলেন, ‘‘আমরা আবারো বিভিন্ন প্রতিযোগিতার ফাইনালে যেতে চাই, কাপগুলো জিততে চাই৷ আমাদের সাফল্য ধরে রাখা অনেক চ্যালেঞ্জের হবে৷''
২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইউরোপীয় সুপার কাপ, বুন্ডেসলিগা এবং জার্মান কাপে শিরোপা জয় করে রেকর্ড গড়ে বায়ার্ন৷ এ রকম সাফল্যের পুনরাবৃত্তিই এখন দলটির জন্য বড় বিষয়৷ সাক্ষাৎকারে সেকথা স্বীকার করেন লাম৷ তিনি বলেন, ‘‘একইরকম সাফল্য পরের বছরগুলোতে দেখানো প্রায় অসম্ভব৷ তবুও চেষ্টা করবো আমরা৷''
বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রয়েছে বায়ার্ন মিউনিখ৷ বুন্ডেসলিগাতেও শীর্ষ রয়েছে সেদল৷ টেবিলে থাকা দ্বিতীয় দলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান সাত৷ আর জার্মান কাপের কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছে গেছে বায়ার্ন৷
২০১৩ সালে মাত্র তিনটি ম্যাচে হারে বায়ার্ন মিউনিখ৷ বুন্ডেসলিগায় তারা শেষবার হেরেছিল ২০১২ সালের অক্টোবরে, বায়ার লেভারকুজেনের কাছে৷ পুরো একটি মৌসুম অপরাজিত থাকার রেকর্ড গড়ার সুযোগও রয়েছে দলটির সামনে৷ তবে লাম এসব রেকর্ডের চেয়ে খেলার দিকেই গুরুত্ব দিচ্ছেন বেশি৷ তিনি বলেন, ‘‘শুনতে হালকা মনে হলেও বলতে চাই, আমরা একবারে শুধু একটি খেলা নিয়ে চিন্তা করি৷ রেকর্ড ভাঙা নিঃসন্দেহে আনন্দের৷ তবে আমাদের মূল লক্ষ্য সেটা নয়৷''
লাম বলেন, ‘‘সব দলই খেলায় হারে৷ আমরা আমাদের হারকে যতটা সম্ভব দূরে ঠেলে দিতে চাই৷''
জার্মানির সবচেয়ে সফল ফুটবল ক্লাবের এই অধিনায়ক অতীতের দু'টি খেলার কথা উল্লেখ করে বলেন, ‘‘আমরা এখন ভালো অবস্থানে রয়েছি, তবে এটি আরো ভালো করা সম্ভব৷ ম্যানচেষ্টার সিটি এবং লেভারকুজেনে অনুষ্ঠিত দু'টি খেলায় আমরা দেখেছি কি করা সম্ভব৷ এ রকম সাফল্য আমাদের আরো দেখাতে হবে৷''
উল্লেখ্য, জার্মানির জাতীয় দলেরও অধিনায়ক ফিলিপ লাম৷ এর আগে এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে ভাবনার কথা জানান তিনি৷ লাম মনে করেন, বিশ্বকাপ জিততে চাইলে জার্মান দলকে সবদিক থেকে ভালো করতে হবে৷ কেননা সেখানে প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই৷
এআই/ডিজি (ডিপিএ, রয়টার্স)