1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানিংয়ে তৃণমূলের তিন নেতা খুন

৭ জুলাই ২০২২

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে একজন পঞ্চায়েত সদস্য সহ তিনজন তৃণমূল নেতাকে গুলি করে হত্যা করা হলো।

https://p.dw.com/p/4Dmfr
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি। ছবি: Subrata Goswami/DW

বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে। তিন নেতা গোপালপুরে দলের কার্যালয়ে যাচ্ছিলেন। সেখানে আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। কচুয়ার কাছে পিয়ার পার্ক এলাকায় খুব কাছ থেকে তাদের গুলি করা হয়। বোমাও ছোড়া হয়। স্থানীয় মানুষের অভিযোগ, দুষ্কৃতীরা তিনজনের মাথা কেটে নেয়ার চেষ্টাও করেছিল। কিন্তু গ্রামবাসীরা চলে আসায় তারা পালায়।

পুলিশ জানিয়েছে, রাস্তার ধারে মৃতদেহগুলি পড়েছিল। এই তিন নেতার মধ্যে স্বপন মাঝি পঞ্চায়েত সদস্য। ঝন্টু হালদার এবং ভূতনাথ প্রামাণিক তৃণমূলের ব্লক সভাপতি।

কী ঘটেছিল?

তিন নেতাই একটা বাইকে চেপে যাচ্ছিলেন। এমন সময় কয়েকজন দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়। খুব কাছ থেকে তাদের গুলি করা হয়। ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপও মারে তারা। তাদের দেহে আরো আঘাতের চিহ্ন দেখেছেন স্থানীয় মানুষ। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কেন এই হত্যা?

পুলিশ এখনো পর্যন্ত এই হত্যার কারণ নিয়ে কিছু বলেনি। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু রাজনৈতিক, দলগত বা পারিবারিক বিরোধের কারণে এই হত্যা কিনা, তা তারা জানায়নি।

তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা এই হত্যার পিছনে আছে। তারা অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।

জিএইচ/কেএম(পিটিআই)