কোটা বিরোধী আন্দোলন, সহিংসতা ও সংঘর্ষ
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শহরে বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে৷ এতে অন্তত ছয় জনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় সংবাদপত্রগুলো৷
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোটা দেশ
কোটা আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ চত্বর৷ পরে তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে৷ কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ স্থানীয় গণমাধ্যম বলছে, শিক্ষার্থীদের ওপর শুধু লাঠিসোটা নিয়ে হামলাই নয়, গুলিও করা হয়েছে৷
তিন জেলায় কয়েকজন নিহত
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদপত্রগুলো৷
রংপুরে সংঘাত
রংপুরে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেন। পুলিশ টিয়ার গ্যাসের শেল ও ফাঁকা রাবার বুলেট ছোড়ে।
জাহাঙ্গীরনগরে রাতেও সংঘর্ষ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ভয়ে উপাচার্যের বাসভবনের ভেতরে সোমবার রাতে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা৷ ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে ঢুকে তাদের মারধর করেন বলে অভিযোগ করেন তারা৷ পরে বিভিন্ন হল থেকে কয়েকশ’ শিক্ষার্থী বেরিয়ে এসে ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন৷ পরিস্থিতি উত্তপ্ত থাকে মঙ্গলবারও৷
বরিশালে মহাসড়ক অবরোধ
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন৷ এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় চলে প্রতিবাদ৷
ঝিনাইদহে থেমে থেমে সংঘর্ষ
ঝিনাইদহতেও শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হয়৷ আহত হন অনেকে৷
আহত কয়েকশ’
সারা দেশে একের পর এক সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন শত শত শিক্ষার্থী৷ শুধু রাজধানীর সায়েন্স ল্যাব এলাকাতেই মঙ্গলবার পাঁচ শতাধিক আহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে৷ বিকেলে শিক্ষার্থীদের দিকে গুলি করার ঘটনাও ঘটেছে বলে বলছে পত্রিকাগুলো৷ এতে অন্তত পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ হন৷
বিজিবি মোতায়েন
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে৷ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাদের মোতায়েন করা হয়৷
‘শিক্ষার্থীদের পাশে দাঁড়ান’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলাকে দেশের রাজনীতির ইতিহাসে জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন৷ সারা দেশের মানুষকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত বলেও মনে করেন তিনি৷
‘আদালতকে পাশ কাটিয়ে নয়’
সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়ে সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক৷ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷