কাশ্মীরে নারী আক্রমণকারী গ্রেপ্তার
১ এপ্রিল ২০২২বারামুলার বাসিন্দা ওই নারীর নাম হাসিনা আখতার। কাশ্মীর পুলিশের দাবি, তিনি দুখতারান-এ-মিলাতের সদস্য।
গত মঙ্গলবার বোরখা পরিহিতা এক নারী সোপোরে নিরাপত্তা বাহিনীর একটি বাঙ্কারে পেট্রোল বোমা মারে। পুরো ঘটনাটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
পুলিশ জানিয়েছে, হাসিনা আখতারই ওই বোমা মেরেছিল। তার বিরুদ্ধে ইউএপিএ-র অধীনে আরো তিনটি মামলা আছে।
বারামুলা জেলার সোপোরে সিআরপিএফের শিবিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বোরখা পরিহিত নারী রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে। তারপর তাকে পার্স খুলতে দেখা যায়। সেখান থেকে বোমা বের করে সিআরপিএফ শিবিরের দিকে ছুঁড়ে মারে।
বোমাটি নিরাপত্তা ব্যারিকেডের বাইরে গিয়ে পড়ে। এর ফলে কোনো জীবনহানি হয়নি পুলিশ জানিয়েছে, ওই নারী দুখতারান-ও-মিলাতের সঙ্গে জড়িত এবং কয়েক মাস আগে জামিনে ছাড়া পেয়েছিলেন।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ওই নারীকে চিহ্নিত করে। কিন্তু দুই দিন ধরে ওই নারীতে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে তাকে সোপোর থেকে ধরতে পারে পুলিশ। কাশ্মীরের প্রবীণ পুলিশ অফিসার বিজয় কুমার জানিয়েছেন, পুলিশ এখন ওই নারীকে জেরা করছে।
ওই নারীর স্বামীও অতীতে নিরাপত্তা বাহিনীর উপর পাথর ছুঁড়েছে এবং তাকেও গ্রেপ্তার করা হয়েছিল।
জিএইচ/এসজি (পিটিআই, এনডিটিভি)