কার্নিভালে জার্মান ভাঁড়রা রাজাগজাদের এক হাত নিলেন
জার্মান কার্নিভালের একটা রাজনৈতিক দিক আছে: রাজনীতিকদের ব্যঙ্গ করে, তাদের হাস্যকর করে মজা পায় আপামর জনতা৷ এবার হুল ফোটানো হয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে – তবে আঙ্গেলা ম্যার্কেলও পুরোপুরি বাদ যাননি৷
ট্রাম্প এবং স্ট্যাচু অফ লিবার্টি
২০১৭ সালে এই ‘ফ্লোট’ বা শকটটাই সবচেয়ে বেশি হাততালি কুড়িয়েছে৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিবার্টির সঙ্গে যা করছেন, তা কিছুটা অশালীন হলেও, ঐ ঝুঁকিটাই ড্যুসেলডর্ফের শোভাযাত্রার উদ্যোক্তাদের ভালো লাগে, বিশেষ করে যদি তার ফলে প্রতিদ্বন্দ্বী কোলোনের নাক কাটা যায়!
ডোনাল্ড দ্য মেনেস
কোলোনই বা কম যাবে কেন? তাই কোলোনের শোভাযাত্রায় স্কুলের পড়ুয়া ডোনাল্ড লেডি লিবার্টির গাউনের তলায় হাত ঢোকাচ্ছে আর সহপাঠিনী হিলারি ক্লিন্টনের চুল ধরে টানছে৷ ক্লাস টিচার রাশিয়ার ভ্লাদিমির পুটিন কিছুই বলছেন না...
বাই, ব্রিটানিয়া
মাইনৎস শহরের কার্নিভালের উদ্যোক্তাদের দাবি হলো, এ-বছর তাদের শোভাযাত্রা ছিল চিরকালের সবচেয়ে লম্বা কার্নিভালের শোভাযাত্রা: ১৫৪টি শকট জুড়ে প্রায় ৯ কিলোমিটার লম্বা৷ একটি শকটে ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে-কে দেখা গেছে, কীভাবে তিনি ইউরোপীয় ইউনিয়ন পরিত্যাগের পর ব্রিটেনের লাইফবোটটি চালনা করছেন৷
নাৎসি কে বা কারা
ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট পদপ্রার্থী মারিন ল্য পেন, উগ্র ডাচ জাতীয়তাবাদী গেয়ার্ট ভিল্ডার্স এবং আডল্ফ হিটলার – এই চারজনে মিলে যে শালুটি বহন করছেন, তার অর্থ হলো: ‘ব্লন্ড মানে নতুন বাদামি’৷ ট্রাম্পের খোড়োচুল সকলেরই মাথায়৷ ওদিকে জার্মানিতে ‘বাদামি’ রংটির (রাজনৈতিক) তাৎপর্য হলো এই যে, তার সঙ্গে নাৎসিবাদকে জড়িত করা হয়ে থাকে, কেননা হিটলারের কুখ্যাত ব্রাউনশার্টদের উর্দির রং ছিল বাদামি৷
হাসুন, কিন্তু বিপদে পড়তে পারেন
এটিও একটি স্পর্শকাতর বিষয়: তুর্কি প্রেসিডেন্ট এর্দোয়ান জার্মান কমেডিয়ান ইয়ান ব্যোমারমানের বিরুদ্ধে মামলা করেছিলেন এর্দোয়ানকে নিয়ে লেখা একটি অশালীন কবিতা টেলিভিশনে পাঠ করে শোনানোর জন্য৷ কার্নিভালের শকটটিতে এর্দোয়ানের টুপির ওপর লেখা রয়েছে ‘এর্দোভান’ – জার্মানে ‘ভান’ কথাটির অর্থ হলো পাগলামো৷
গুড লাক, গ্রেট ব্রিটেন
ইংরেজিতেই লেখা৷ অথচ ড্যুসেলডর্ফের শোভাযাত্রার এই শকটটিতে টেরেসা মে মুখে ব্রেক্সিটের বন্দুকের নল ঢুকিয়ে আত্মহত্যা করতে চলেছেন৷ নলের উপর লেখা: ব্রেক্সিট!
ম্যামথ মারতে হলে
অধুনালুপ্ত অতীতের বিশালাকার হাতির সঙ্গে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের তুলনা করা হয়েছে – যে হাতিটিকে মারতে নেমেছেন মার্টিন শুলৎস৷ জার্মানে ম্যামথ কথাটি হলো ‘মামুট’, সেটাকেই ‘মামুটি’ করা হয়েছে এই ব্যঙ্গচিত্রে, কেননা জার্মানে ‘মুটি’ কথাটির অর্থ হলো ‘মা’ আর ম্যার্কেলকে ঠাট্টা করে জার্মানদের মা বলা হয়ে থাকে৷
প্রতিবেদন: জেনেট স্ভিংক, ডার্কো ইয়ানেভিচ/এসি
সম্পাদনা: দেবারতি গুহ