1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা-আক্রান্ত নেতাও গাড়ি পোড়ানো মামলার আসামী!

সমীর কুমার দে ঢাকা
১৪ নভেম্বর ২০২০

হঠাৎ করেই রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে৷ রাজধানীতে গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর আওয়ামী লীগ দায়ী করছে বিএনপিকে৷ আর বিএনপির দাবি, এ ঘটনার জন্য দায়ী ক্ষমতাসীন দলের লোকেরা৷

https://p.dw.com/p/3lIR5
Dhaka Bus Brandanschlag Unruhen Opposition 29.11.2013
প্রতীকী ছবিছবি: picture-alliance/AP

রাজধানীতে গত বৃহস্পতিবার ৯টি গাড়িতে অগ্নিসংযোগকরা হয়৷ এই ঘটনায় বিএনপির সাড়ে চারশ' নেতাকর্মীর বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের হয়েছে৷ ইতিমধ্যে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এর মধ্যে ২৮ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে৷ আরো অনেক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে৷

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলা বিশ্লেষণ করে দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে, হাসপাতালে চিকিৎসাধীন, পঙ্গু হয়ে গৃহবন্দি- বিএনপি'র এমন নেতাদেরও মামলার আসামী করা হয়েছে৷ মামলার তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ অনেক নেতাকর্মী৷ 

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ডয়চে ভেলেকে বলেন, ‘‘সরকারি দল গতানুগতিক ধারায় এই মামলা করেছে৷ এই ঘটনার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কোন সম্পৃক্ততা নেই৷ অথচ আমাদের এমন সব নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, যাদের অনেকেই ঘর থেকে বের হতে পারেন না৷ স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাসা থেকেই বের হন না৷ করোনায় আক্রান্ত হয়ে ইশরাক হোসেন আইসোলেশনে আছেন৷ ওই দিন প্রেস কনফারেন্সে আমার পাশে বসা বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন৷ এছাড়াও, যুবদলের ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন সিদ্দিকী কিছুদিন আগে সাংগঠনিক কাজে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিলেন৷ সেখানে পুলিশি নির্যাতনের শিকার হন তিনি৷ তার হাত-পা ভেঙে গেছে৷ গত ১৫ দিন যাবত তিনি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন৷ আরেক ভাইস প্রেসিডেন্ট, মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন, করোনায় আক্রান্ত৷ এছাড়া যুবদলের আরেক ভাইস প্রেসিডেন্ট জাকারিয়া মনজু দুই বছর যাবত পঙ্গুত্ব বরণ করেছেন৷ তিনি বাড়ি থেকে বের হতে পারেন না, চলাফেরাও করতে পারেন না৷ অথচ তাকেও এই গাড়ি পোড়ানো মামলার আসামী করা হয়েছে৷''

‘সরকারি দল গতানুগতিক ধারায় এই মামলা করেছে’: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-কমিশনার ওয়ালিদ হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুধু যারা ঘটনাস্থলে থাকেন তাদেরই আসামী করতে হবে এমন কোন কথা নেই৷ ধরেন একটি মার্ডারের ঘটনায় যিনি খুনি তার সঙ্গে নির্দেশদাতাকেও প্রধান আসামী করা হয়৷ সেখানে তো নির্দেশদাতা সরাসরি খুনে জড়িত হন না৷ তাহলে কেন তাকে প্রধান আসামী করা হয়? বিষয়টি কারা পরিকল্পনা করেছেন, কারা নির্দেশ দিয়েছেন এগুলো দেখেই আসামী করা হয়৷ এই ঘটনায় যাদের আসামী করা হয়েছে, তারা সবাই আমাদের কাছে ওয়ানটেড৷ তাদের সবাইকে আমরা গ্রেপ্তার করব৷''

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার এক অনুষ্ঠানে অগ্নিকান্ডের এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন৷ তিনি বলেন, নির্বাচন ও আন্দোলনে জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবারও আগুন-সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে৷

তার দাবি, ২০১৩ সালে যাত্রীবেশে বাসে উঠে গান-পাউডার দিয়ে তারা (বিএনপি) যেভাবে আগুন দিয়েছে, এবারও তারা সেভাবেই আগুন দিয়েছে৷ বাস পোড়ানোর ঘটনার ভিডিও ফুটেজ আছে, সবই পুরোনো ও চেনা মুখ৷ এই ঘটনাকে কেন্দ্র করে একটি ফোনালাপের রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ, বলে জানা তিনি৷৷

‘শুধু যারা ঘটনাস্থলে থাকেন তাদেরই আসামী করতে হবে এমন কোন কথা নেই’: ডি সি ওয়ালিদ হোসেন

তবে আওয়ামী লীগ নেতাদের এই অভিযোগ অস্বীকার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মদতে বাস পোড়ানোর পুরনো খেলার পুনরাবৃত্তি হচ্ছে৷ শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন৷

বিএনপি মহাসচিব বলেন, ‘‘আপনারা লক্ষ্য করেছেন, গত বৃহস্পতিবার ঢাকায় কতগুলো বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, কে বা কারা৷ সেটাকে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির ওপরে দোষ চাপানোর চেষ্টা করছে৷ সেই আগের খেলা, সেই ওল্ড গেইম৷''