করোনায় আতঙ্ক নয় চাই সচেতনতা
বাংলাদেশে রোববার প্রথম তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷ তবে পরবর্তী ২৪ ঘণ্টা নতুন কোনো রোগী পাওয়া যায়নি৷ এ অবস্থায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷
মাস্ক কতটা কার্যকর
করোনা ভাইরাস থেকে বাঁচতে এমন মাস্ক কার্যকর বলে প্রমাণিত না হলেও এগুলো ব্যবহার করে অন্তত কিছু ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে পারবেন বলে মনে করেন নগরবাসী৷
মাস্ক সংকট
করোনা ভাইরাস সংক্রমণের খবর ছড়িয়ে পড়ার পর অন্যান্য দেশের মত বাংলাদেশেও মাস্ক সংকট দেখা দিয়েছে৷ যা পাওয়া যাচ্ছে সেগুলো বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে৷
ফুটপাতে মাস্ক
মাস্কের সংকটের খবর যেমন পাওয়া যাচ্ছে তেমনি এভাবে ফুটপাতেও মাস্ক বিক্রি হতে দেখা যাচ্ছে৷
যতটুকু সতর্ক থাকা যায়
সিএনজিতে নানা ধরনের মানুষ উঠেন৷ কার কী রোগ আছে তাতো জানেন না৷ নিজেকে রক্ষা করতে যতটুকু সতর্ক থাকা যায়৷ তাই মাস্ক ব্যবহার করেন বলে জানান এই সিএনজি চালক৷
গণপরিবহনে মাস্ক
যাতায়াতের জন্য ঢাকার অধিকাংশ মানুষের একমাত্র উপায় গণপরিবহন৷ গণপরিবহনগুলোতে থাকে মারাত্মক ভিড়৷ করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষায় এই যাত্রী তাই মাস্কের আশ্রয় নিয়েছেন৷
ধূলা থেকে বাঁচতেও মাস্ক
ঢাকার বাতাসে এই সময় মারাত্মক ধূলা থাকে৷ এর মধ্যে রাস্তায় দায়িত্ব পালনরত এক ট্রাফিক পুলিশ মাস্ক ব্যবহার করে নিজেকে রক্ষার চেষ্টা করছেন৷
শিক্ষা প্রতিষ্ঠান
মেয়েকে নিয়ে স্কুলে চলেছেন এক বাবা৷ করোনা সংক্রমণের খবর প্রকাশের পর অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা বলছেন৷ যদিও বাংলাদেশ সরকার আপাতত শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে৷
শুধুই কী আতঙ্ক
এই দুই তরুণকে দেখে অন্তত তা মনে হচ্ছে না৷ বরং নিজেদের মাস্ক পরা ছবি তুলতে হাসি মুখেই পোজ দিচ্ছেন তারা৷
ঝুঁকিতে বয়স্করা
করোনা ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যুর ধারা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মূলত বয়স্ক এবং শ্বাসযন্ত্রের জটিলতা, ডায়বেটিস বা হৃদরোগ আছে এমন ব্যক্তিদের করোনা ভাইরাসে মৃত্যুর হার বেশি৷
শিশুরা কতটা ঝুঁকিতে
শ্বাসযন্ত্রের জটিলতা না থাকলে শিশুরা শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েই করোনা ভাইরাস মোকাবেলা করতে পারে বলে মত বিশেষজ্ঞদের৷
ভিড় এড়িয়ে চলছেন মানুষ
করনো ভাইরাস শনাক্তের পরদিন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি ম্যাচের ঘণ্টাদুয়েক আগেও টিকিট কাউন্টার প্রায় দর্শক শূন্য ছিল৷ যেখানে লম্বা লাইন খুব স্বাভাবিক চিত্র৷
প্রস্তুতিতে ঘাটতি দেখছে হাইকোর্ট
নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করলেও প্রতিরোধ প্রস্তুতিতে বড় ধরনের ঘাটতি রয়েছে বলে মত দিয়েছে বাংলাদেশের হাই কোর্ট।