করোনার মধ্যেই চলছে গঙ্গাসাগরের প্রস্তুতি
কলকাতা হাইকোর্টের নির্দেশে করোনার বিপুল সংক্রমণের মধ্যেও গঙ্গাসাগর মেলার আয়োজন হচ্ছে। কলকাতায় ভিড় জমিয়েছেন সাধু এবং তীর্থযাত্রীরা।
বাবুঘাটের অবস্থা
গোটা দেশ থেকে সাধু এবং তীর্থযাত্রীরা গঙ্গাসগারে যাওয়ার জন্য প্রথমে কলকাতায় এসে হাজির হন। গঙ্গার ধারে বাবুঘাটে তৈরি হয় ট্রানসিট ক্যাম্প। এবারেও তৈরি হয়েছে তেমন ক্যাম্প।
ছিলিমে টান
কলকাতায় করোনা বাড়ছে লাফিয়ে। তাতে কী? মাস্ক থুতনিতে লাগিয়ে ছিলিমে টান মারছেন সাধুরা। করোনাকে তারা পাত্তাও দেন না।
ময়দানের ভিড়
ময়দানে এভাবেই তৈরি হয়েছে ট্রানসিট ক্যাম্প। সামাজিক দূরত্ববিধি প্রায় কেউই মানছেন না। সকলের মুখে মাস্কও নেই।
কোভিড ক্যাম্প
প্রশাসন অবশ্য অস্থায়ী কোভিড শিবির তৈরি করেছে। সেখানে নিয়মিত তীর্থযাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে।
পরিচ্ছন্নতায় গুরুত্ব
কলকাতা পুরসভা বহু কর্মী নিয়োগ করেছে বাবুঘাট অঞ্চলে। গোটা এলাকায় এভাবেই পরিচ্ছন্নতার অভিযান চলছে। সময় সময় বদলানো হচ্ছে ওয়েস্ট বিন।
পুলিশের তৎপরতা
এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। মাস্ক ছাড়া ঘুরলেই পুলিশ ধরছে। মাস্ক পরতে বাধ্য করা হচ্ছে।
কেন মেলা
হাইকোর্টের নির্দেশের পরেও প্রশ্ন উঠছে, কেন কোভিডের তৃতীয় ঢেউয়ের মধ্যে মেলার অনুমতি দেওয়া হলো। এর ফলে কোভিড সংক্রমণ আরো বাড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।