কম্বোডিয়ায় নারীদের ‘শাসন’
দক্ষিণ এশিয়ার অনেক দেশের মতো কাম্বোডিয়াতেও মহিলারা ঘরের পাশাপাশি বাইরের কাজও করেন সমান তালে৷ কিছু কাজ, যা একান্তই পুরুষের, তাতেও তাঁরা পিছপা নন৷
হাটে-বাজারে
কম্বোডিয়ার বাজারহাটে যত বেশি পুরুষ, তার থেকে অনেক বেশি সংখ্যক নারী ব্যবসা সামলান৷
মহিলা প্রধান
বাজারের স্থায়ী দোকান থেকে রাস্তায় দাঁড়ানো ঠেলাগাড়িতে ফলের রসের ব্যবসা, সব জায়গাতেই মহিলাদের প্রাধান্য৷
সাজ-সজ্জাতেও
পর্যটক এলাকায় রকমারি সাজপোশাক এবং ঘর সাজানোর সামগ্রীর দোকানও চালান মহিলারাই৷
মাছের বাজারে
শুঁটকি মাছের বিরাট দোকান৷ একা হাতে সামলান মহিলা মালকিন৷ এবং রীতিমতো দক্ষ হাতে৷
পুরুষবর্জিত
এই দোকানগুলিতে কোনও পুরুষকর্মী নেই৷ ওদের প্রয়োজনই হয় না৷ সত্যিই অবাক করার মতো ব্যাপার৷
নারীশাসিত
ক্রমশ জানা গেল, কম্বোডিয়ার সিয়েম রিপ শহরের সব চেয়ে পুরনো এবং বড় বাজারটি কার্যত মহিলারাই সামলান৷
মহিলা কসাই
পর্দানশিন নারীরাই চালাচ্ছেন মাংসের দোকান৷ কসাইয়ের কাজও তাঁরাই করছেন৷
দক্ষ হাতে
তরুণী থেকে প্রবীণা, বিভিন্ন বয়সের মহিলারা দক্ষ হাতে মাংস কাটেন, ওজন করে তুলে দেন খদ্দেরের ব্যাগে৷
8 ছবি
1 | 88 ছবি