কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ফটো সাংবাদিকতার প্রশিক্ষণ
১৯ জুন ২০২১এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিতে পারেন তারা৷ গত চার বছর ধরে কক্সবাজারে দশ লাখেরও বেশি রোহিঙ্গা বাস করছেন শরণার্থী শিবিরগুলোতে৷ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির এটা৷
গত বছরের ফেব্রুয়ারি মাসে এখানে ওমর'স ফিল্ম স্কুল প্রতিষ্ঠা হয়৷ এর লক্ষ্য-তরুণ রোহিঙ্গা শরণার্থীদের প্রশিক্ষণ দিয়ে ফটোসাংবাদিক হিসেবে গড়ে তোলা৷ ২২ বছর বয়সি রোহিঙ্গা শরণার্থী জামাল আরাকানি৷ সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘‘আমি ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে চাই, এ কারণে আমি শিখছি৷ আমার ছবিগুলোর মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা কীভাবে এখানে বাস করছি৷’’
স্কুলের প্রধান প্রশিক্ষক মোহাম্মদ ফারুক খণ্ডকালীন প্রশিক্ষণ দেন৷ মূলত তিনি বিভিন্ন বিদেশি সংবাদ সংস্থার জন্য ফটোগ্রাফারের কাজ করেন৷ শরণার্থী শিবিরগুলোর ছবি তোলাই তার বর্তমান কাজ৷ ছোট ভাই ওমরকে সাথে নিয়ে এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তিনি৷ তার ভাই একজন এনজিও কর্মী এবং সাংবাদিক ছিলেন, যিনি রয়টার্সসহ অনেক খ্যাতনামা সংবাদ সংস্থার হয়ে কাজ করেছেন৷ ২০২০ সালের মে মাসে মারা যান তিনি৷ তার সম্মানেই স্কুলটির নাম রাখা হয়েছে৷
ফারুক রয়টার্সকে বলেন, ‘‘ আমরা তরুণ রোহিঙ্গাদের ভিডিও ও ফটোগ্রাফির প্রশিক্ষণ দিতে চাই৷ আমরা চাই শরণার্থীদের জীবন যাপন কেমন তার রেকর্ড থাকুক৷ আমরা যখন মিয়ানমারে ফিরে যাবো, ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারবো শরণার্থী শিবিরের জীবন কেমন৷’’
ফারুক বর্তমানে ১২ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিচ্ছেন, যাদের বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে৷ সপ্তাহে একদিন ক্লাস হয় এবং এর জন্য কোনো বেতন দিতে হয় না৷ ফারুক চান শিক্ষার্থীদের সংখ্যা আরো বাড়ুক এবং ভবিষ্যতে স্কুলে আরো ক্যামেরা যেন থাকে৷
এপিবি/এফএস (রয়টার্স)