1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কংক্রিটের ব্লক সরিয়ে সুড়ঙ্গ-বাড়ি

১৭ মে ২০১৭

কংক্রিটের ব্লক উল্টে পাওয়া গেল একটি সুড়ঙ্গ৷ সেই পথ ধরে এগুতেই দেখা মিললো একটি বাড়ি৷ অনেকগুলো রুমে সাজানো সেই বাড়িতে রয়েছে বিদ্যুৎ সংযোগ, এমনকি বাতাস চলাচলের ব্যবস্থাও রয়েছে৷

https://p.dw.com/p/2d5Ck
Screenshot Youtube- I found a fully stocked underground safe house...
ছবি: Youtube

এই ঘটনা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে৷ শিই নামে একটি চ্যানেল থেকে গত ৫ মে ভিডিওটি আপলোড করা হয়৷

ভিডিওটির শুরুতে সুড়ঙ্গের ভেতরে মাটিতে রাখা জলন্ত টর্চের আলোতে মোবাইল নিয়ে কাজ করতে দেখা যায় ওই ব্যক্তিকে৷ এটা শেষ হতেই ভিডিওতে একটি শিরোনাম ভেসে ওঠে, ‘ডিপ আন্ডার এ ওয়ার্কিং ফ্যাক্টরি’৷

এরপর ওই ব্যক্তি লাইটটি হাতে নিয়ে সুরঙ্গ ধরে এগিয়ে যেতে থাকেন৷ সুড়ঙ্গের শেষ মাথায় বেশ শক্তিশালী দুই স্তরের লোহার দরজা দেখা যায়৷ যার একটি খোলা থাকলেও অপরটিতে ছিল তিনটি লোহার জানালা৷

দরজা খুলে এই পথ ধরে ব্যক্তি পৌঁছে যান একটি বাড়িতে৷ টর্চের আলোতে ১৫ মিনিট হাতড়ানোর পর ওই ব্যক্তি পেয়ে যান বিদ্যুতের সুইচও৷ আলো জ্বালানোর পর তিনি নিজেকে এলোমেলো নানা জিনিসপত্রে ঠাসা একটি রুমে আবিষ্কার করেন৷

বাড়িতে অনেকগুলো কক্ষ রয়েছে৷ যেখানে এলোমেলো কক্ষ যেমন রয়েছে, তেমনি সাজানো-গুছানো কক্ষও রয়েছে৷ আপলোড করাভিডিও-র সঙ্গে এর একটি বর্ণনাও রয়েছে৷ যেখানে বলা হয়, শহরের শিল্পাঞ্চলে অবস্থিত একটি কারখানা এলাকায় হাঁটার সময় আমি একটি রহস্যময় কংক্রিটখণ্ড দেখতে পাই৷ যেখানে রয়েছে একটি মেটাল গেট৷ ওই পথ ধরে এগিয়ে একটি অন্ধকার ছোট সুড়ঙ্গে প্রবেশ করি, যা আমাকে একটি ভূগর্ভস্থ ‘বোমা-আশ্রয়-কেন্দ্র’ বা নিরাপদ বাড়িতে নিয়ে যায়৷

মঙ্গলবার দুপুর পর্যন্ত ১১দিনে ভিডিওটি ৩৫ লাখ ২৩ হাজার ৮৯২ বার দেখা হয়েছে৷ এটাকে পছন্দের তালিকায় নিয়েছেন ৩২ হাজার ৬২৭জন৷ ২ হাজার ৬৪১ এটাকে অপছন্দও করেছেন৷ মন্তব্য রয়েছে ৬ হাজার ৯০৯টি৷

বাড়িটি সম্পর্কে ভিডিও আপলোডকারী বলেন, মনে হচ্ছে, পরিত্যক্ত৷ কিন্তু এখানে বিদ্যুৎ সংযোগ রয়েছে৷ আছে বাতাস চলাচলের ব্যবস্থাও৷

এসএন/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য