এশিয়ায় সমকামী, হিজড়াদের অধিকার আদায়ের চলমান লড়াই
এশিয়ায় তাঁদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে৷ আদায় হতে শুরু করেছে প্রাপ্য অধিকার৷ তবে শতভাগ অধিকার অর্জন এখনো দূরের স্বপ্ন৷ সেই লড়াই এখনো চলছে সমকামী, উভকামী এবং হিজড়াদের৷
ভারতে ‘রংধনু মুহূর্ত’
২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ভারতের সমকামীদের জন্য ভীষণ আনন্দের দিন৷ সেদিন দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সমকামিতা কোনো অপরাধ নয়৷ এই স্বীকৃতি সমকামীদের জীবনে আনন্দের প্লাবন এনে দিলেও তাঁরা অবশ্য জানেন, আদালত যা-ই বলুক, সমাজ এখনো সমকামীবান্ধব নয়৷ ভারতে সমকামীদের বিয়ের এখনো আইনি বা সামাজিক স্বীকৃতি নেই৷
থাইল্যান্ডে সুবাতাস
এলজিবিটি-দের জন্য থাইল্যান্ডের সমাজ অনেক অনুকূল৷ কয়েক দিন আগেই পাতায়ায় হয়ে গেল ট্রান্সজেন্ডার, অর্থাৎ তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের ১৫তম সুন্দরী প্রতিযোগিতা৷ শুধু তাই নয়, এ বছর জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হচ্ছেন একজন হিজড়া৷তবে এশিয়ার এই দেশটিতেও একই লিঙ্গের মানুষদের বিয়ের স্বীকৃতি নেই৷
তাইওয়ানে চুপসে গেল আশার বেলুন
খুব আশায় ছিলেন সমকামীযুগলরা৷ ভেবেছিলেন এবার বুঝি বিয়ে করার অধিকার পেয়েই যাবেন৷ সেই আশা নিয়েই তাকিয়ে ছিলেন গণভোটের দিকে৷ কিন্তু তাইওয়ানের মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিলেন সমাজের বেশির ভাগ মানুষ এখনো সবার সমান অধিকারে বিশ্বাসী হয়নি৷
ইন্দোনেশিয়ায় আতঙ্কে বসবাস
বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া৷ সেখানে এলজিবিটি-দের সমঅধিকারের দাবি তোলাও ঝুঁকিপূর্ণ৷ সে-দেশে প্রায়ই এলজিবিটিবিরোধী মিছিল করে মৌলবাদীরা৷ সমকামী, উভকামী এবং হিজড়াদের অধিকার নিয়ে কাজ করে এমন এনজিওগুলোর ওপর হামলা হয়েছে বেশ কয়েকবার৷ ইন্দোনেশিয়ায় তাই এলজিবিটি-দের থাকতে হয় আতঙ্কে, যৌনপরিচয় গোপন করে৷
মালয়েশিয়ায় ‘ওসব’ নেই!
বার্লিনের পর্যটন মেলার আগে মালয়েশিয়ার পর্যটন মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘‘আপনার দেশে কি গে-দের স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়?’’ জবাবে তিনি বলেছিলেন, ‘‘আমাদের দেশে ওরকম কিছু আছে বলে আমি মনে করি না৷’’ তুমুল বিতর্ক শুরু হয় তাঁর এই বক্তব্য নিয়ে৷ মালয়েশিয়ায় অবশ্য এ নতুন কিছু নয়৷ সে দেশের অন্য মন্ত্রীদের মুখেও প্রায়ই এলজিবিটিদের সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য শোনা যায়৷
সিঙ্গাপুরে ক্ষণিকের আনন্দ
সিঙ্গাপুরের এই গে প্যারেডের আনন্দ কিন্তু সব সময়ের জন্য সত্যি নয়৷ দ্বীপদেশটি অনেক ক্ষেত্রে উদার হলেও সমকামী, উভকামী এবং হিজড়াদের বেলায় রক্ষনশীল৷ সমলিঙ্গের সম্পর্কের কারণে জেলও হতে পারে অর্থনৈতিকভাবে উন্নত এ দেশে৷