1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এমআইটিতে পড়তে চায় ফারুক

জাহিদুল হক১৭ জুন ২০১৩

শিশু, কিশোরদের জন্য আয়োজিত বিজ্ঞান বিষয়ক এক প্রতিযোগিতার সিনিয়র ক্যাটেগরিতে সেরাদের সেরা হয়েছে সাভারের তাহফিজুল কোরআনুল করিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ওমর ফারুক৷

https://p.dw.com/p/18qWp
ছবি: Omer Faruque

এরকম একটা প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে দারুণ খুশি ফারুক৷ তার চেয়েও বেশি খুশি প্রতিযোগীদের সঙ্গে বন্ধুত্ব করতে পেরে৷ ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে ফারুক বলে, ‘‘মাদ্রাসায় আমার যারা সহপাঠী তারা ভবিষ্যতের কথা চিন্তা করে বিজ্ঞান পড়ছে, কিন্তু প্রতিযোগিতায় অংশ নেয়ারা আমার মতো বিজ্ঞানকে ভালোবেসেই সেখানে গিয়েছিল৷''

রেডিও-টিভিতে প্রচারিত জনসচেতনতামূলক অনুষ্ঠানগুলো শিক্ষার্থীদের উপর কতটা প্রভাব ফেলতে পারছে – সে বিষয়ে একটা জরিপ চালিয়েছিল ফারুক৷ এছাড়া মাদ্রাসায় কীভাবে বিজ্ঞান সচেতনতামূলক কর্মসূচি চালু করা যায় সেটাও সে জানতে চেয়েছিল৷

এমআইটিতে পড়তে চায় ফারুক

নিজ মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় শ'খানেক শিক্ষার্থীর উপর এই জরিপ চালায় ফারুক৷ সেই প্রতিবেদন নিয়ে সে হাজির হয়েছিল প্রতিযোগিতার বিচারকদের সামনে৷

বাংলাদেশি শিক্ষার্থীদের ‘গুগল' আয়োজিত বার্ষিক এক বিজ্ঞান মেলায় অংশ নেয়ার যোগ্য করে তুলতে সম্প্রতি ঢাকায় ঐ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ সারা দেশ থেকে বাছাই করা প্রায় ২৭০ জন স্কুল শিক্ষার্থী তাতে অংশ নেয়৷ সেখানে তারা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে৷ বিজয়ীদের নিয়ে এ মাসের শেষে ছয়দিনের একটি ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করা হয়েছে৷

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে৷

আয়োজক এসপিএসবি-র সাধারণ সম্পাদক ও বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের সহকারি অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী বিচারক হিসেবেও কাজ করেছেন৷ ফারুক সম্পর্কে বলতে গিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করলেন৷ বিশেষ করে মাদ্রাসার একজন শিক্ষার্থীর সেরাদের সেরা হওয়াটাকে তিনি গুরুত্বের চোখে দেখছেন৷ ফারুকের গবেষণা সম্পর্কে ফারসীম বলেন, ‘‘ওর (ফারুকের) জরিপটা বেশ বিজ্ঞানসম্মত ছিল৷ এছাড়া সে একে একে তার সীমাবদ্ধতার কথাও আমাদের জানিয়েছে৷''

Bangladesch Kinder Wissenschaftskongress in Dhaka
প্রতিযোগিতায় অংশ নেয়া ক্ষুদে বিজ্ঞানীরাছবি: DW/F. Mannan Mohammedy

মাদ্রাসায় প্রচলিত বিজ্ঞান শিক্ষা সম্পর্কে জানতে চাওয়া হলে ফারুক সেখানে মানসম্মত বিজ্ঞান শিক্ষকের অভাবের কথা জানায়৷ এছাড়া তার অভিযোগ, অনেক বিজ্ঞান শিক্ষক শিক্ষার্থীদের বিজ্ঞান না পড়ার পরামর্শ দেন৷

ফারুক ভবিষ্যতে পদার্থবিজ্ঞান নিয়ে উচ্চতর লেখাপড়া করতে চায়৷ এছাড়া পরিবেশ নিয়েও তার আগ্রহ রয়েছে৷ ইচ্ছা আছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনলজি', অর্থাৎ এমআইটি-তে পড়ার৷ তবে সেই স্বপ্ন পূরণ হবে কিনা – তা সে জানে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য