1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক রাতেই স্ট্রবেরির ক্ষেত সাবাড়

২৫ মে ২০১৯

দক্ষিণ-পশ্চিম জার্মানির এক কৃষকের ক্ষেতের সব স্ট্রবেরি রাতের আঁধারে তুলে নিয়ে গেছে চোরেরা৷ দায়ীদের খুঁজতে মাঠে নেমেছে পুলিশ৷

https://p.dw.com/p/3J2Je
ছবি: nick barounis/Fotolia

সকাল বেলা নিজের ফসলের ক্ষেতে গিয়ে বিস্মিত কৃষক৷ আগের দিনও লাল স্ট্রবেরিতে ভরেছিল তাঁর জমি, অথচ পুরোটা সাফ হয়ে গেছে এক রাতেই! ঘটনাটি ঘটেছে জার্মানির মানহাইম শহরের লাম্বসহাইম নামের একটি পৌরসভা এলাকায়৷

এক দশমিক সাত একর জমিতে স্ট্রবেরির চাষ করেছিলেন ঐ কৃষক৷ শুক্রবার সকালে তিনি সব স্ট্রবেরি চু্রি হয়ে যাওয়ার বিষয়টি টের পান৷ তাঁর চাষ করা স্ট্রবেরির মূল্য হবে কমপক্ষে ৭০০ ইউরো বা প্রায় ৬৬ হাজার টাকা৷

এরই মধ্যে লাম্বসহাইমের পুলিশ চোর ধরার জন্য উঠে পড়ে লেগেছে৷ স্ট্রবেরি নেয়ায় বেশ কয়েকটি গাড়ি ব্যবহার করা হয়েছে বলে তাদের অনুমান৷ আর তাই পুলিশের ধারণা, একজন নয়, চুরিতে জড়িত ছিল একাধিক ব্যক্তি৷

জার্মানিতে ফসলের ক্ষেত থেকে স্ট্রবেরি চুরির ঘটনা অবশ্য এবারই প্রথম নয়৷ গত বছর বাড জোবার্নহাইমে ভাড়া করা গাড়ি ভর্তি করে একদল চোর কৃষকের মাঠ থেকে স্ট্রবেরি তুলে নিয়ে গিয়েছিল৷ পরে তারা সেগুলো অনলাইন দোকান ইবে-র মাধ্যমে বিক্রি করে দেয়৷ 

চেম্বার অব কমার্স ফর এগ্রিকালচার ইন নর্থ রাইন ওয়েস্টফালিয়ার পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর জার্মানিতে ১,৬০,০০০ টন স্ট্রবেরি উৎপাদন হয়, যার দুই তৃতীয়াংশ দিয়ে দেশের চাহিদা মিটে৷ ৩৫ ভাগ বেচাকেনাই হয় সরাসরি কৃষকদের কাছ থেকে তাঁদের খামারের কিংবা সড়কের পাশের দোকান থেকে৷

নিক মার্টিন/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য