1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাজ্য

এক্স-কে ‘বিষাক্ত' আখ্যা দিয়ে পোস্ট না করার ঘোষণা গার্ডিয়ানের

১৩ নভেম্বর ২০২৪

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য গার্ডিয়ান বুধবার ঘোষণা করেছে যে, তারা ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে আর কন্টেন্ট পোস্ট করবে না৷

https://p.dw.com/p/4mxFS
দ্যা গার্ডিয়ান পত্রিকার লোগো
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মটিতে চরমপন্থি ষড়যন্ত্র তত্ত্ব এবং বর্ণবাদের মতো কন্টেন্টের প্রবণতা রয়েছে বলে অভিযোগ দ্য গার্ডিয়ানের

গার্ডিয়ান কর্তৃপক্ষ এক্স-কে ‘একটি বিষাক্ত মিডিয়া প্ল্যাটফর্ম' হিসেবে আখ্যা দিয়ে বলেছে, সেখানে প্রায়ই ‘আপত্তিকর কন্টেন্ট' দেখা যায়৷

প্ল্যাটফর্মটিতে থাকা এখন আর তাদের সাংবাদিকতার জন্য সহায়ক নয় বলে জানিয়েছে গার্ডিয়ান৷ গার্ডিয়ান মনে করে তাদের সম্পদগুলো অন্যত্র ব্যবহৃত হলে তা সাংবাদিকতাকে আরও কার্যকরভাবে প্রচার করবে৷

গার্ডিয়ানের বিবৃতিতে বলা হয়, প্ল্যাটফর্মটিতে চরমপন্থি ষড়যন্ত্র তত্ত্ব এবং বর্ণবাদের মতো কন্টেন্টের প্রবণতা রয়েছে, আর এই কারণেই তারা এক্স থেকে বের হয়ে যাচ্ছে৷

মাস্ক ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন৷ এরপর এটির নাম পরিবর্তন করে এক্স রাখেন৷ অভিযোগ রয়েছে, প্ল্যাটফর্মটি ব্যবহার করে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করেছেন মাস্ক৷

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে মাস্কের সমর্থন এবং রিপাবলিকানদের পক্ষ অবলম্বন করায় গার্ডিয়ানের উদ্বেগ আরও বেড়েছে৷

এদিকে এক্স হ্যান্ডেল @guardian এখনও সক্রিয় রয়েছে৷ তবে সেখানে একটি বার্তা পোস্ট করা হয়েছে৷ যেখানে লেখা আছে ‘এই অ্যাকাউন্টটি আর্কাইভ করা হয়েছে' এবং দর্শকদের তাদের ওয়েবসাইটে চলে যেতে বলা হয়েছে৷ এক্স ব্যবহারকারীরা গার্ডিয়ানের প্রবন্ধ শেয়ার করতে পারবেন এবং কখনও কখনও লাইভ নিউজ রিপোর্টিংয়ের প্রয়োজনে এক্স থেকে কন্টেন্ট এম্বেড করা হতে পারে৷ তবে তাদের প্রতিবেদকরা ব্যক্তিগতভাবে এক্স এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন৷

জেডএইচ/টিআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান