1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একে অপরকে দোষ দিচ্ছে ফাতাহ ও হামাস

১২ অক্টোবর ২০০৯

আবারও বিরোধে জড়িয়ে পড়েছে ফিলিস্তিনের ফাতাহ এবং হামাস৷ রোববার দুই দলের নেতৃবৃন্দ পরস্পরকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন৷

https://p.dw.com/p/K4En
ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসছবি: AP

ফিলিস্তিনের সমস্যা সমাধানে অন্যতম বাধা হয়ে আছে সেখানকার ফাতাহ এবং হামাসের মধ্যে বিরোধ৷ এই অভ্যন্তরীন কোন্দল মেটানোর উদ্যোগও চলছে অনেক দিন ধরে, কিন্তু তাতে কোন লাভ হচ্ছে না৷ গাজা যুদ্ধের ব্যাপারে দক্ষিণ আফ্রিকার বিচারক রিচার্ড গোল্ডস্টোন যে প্রতিবেদন দিয়েছেন জাতিসংঘে সেটা নিয়েও নতুন করে বিরোধে জড়িয়ে পড়েছে ফাতাহ এবং হামাস৷ এই প্রতিবেদনে গত বছর গাজায় আগ্রাসন চলাকালে ইসরায়েলী সেনারা ব্যাপক হারে যুদ্ধাপরাধ করেছে বলে উল্লেখ করেছেন গোল্ডস্টোন৷ একই প্রতিবেদনে হামাসকেও যুদ্ধাপরাধের জন্য দায়ী করা হয়েছে, তবে মূল অভিযোগটি ছিল ইসরায়েলের দিকেই৷ এই প্রতিবেদনের ওপর জাতিসংঘের মানবাধিকার পরিষদে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তা পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন৷ তাঁর এই উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে হামাস৷ এবং এর জবাবে তারা ফাতাহ পার্টির সঙ্গে আসন্ন সমঝোতা চুক্তির দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে মধ্যস্থতাকারী মিশরকে৷ উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবার কায়রোতে এই চুক্তি হওয়ার কথা৷

Palästinenser Gebiete Gaza Ismail Hanija
হামাস নেতা ইসমাইল হানিয়াছবি: AP

রোববার ফাতাহ পার্টির নেতা এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক ভাষণ দেন৷ এতে তিনি জাতিসংঘের গোল্ডস্টোন রিপোর্টের ওপর ভোটাভুটি পিছিয়ে দেওয়ার ব্যাপারে তাঁর অবস্থান ব্যাখ্যা করেন৷ তিনি জানান, যথেষ্ট পরিমাণ সমর্থন জোগাড় করার জন্য তিনি আরো কিছু দিন পরে ভোটাভুটি করার জন্য অনুরোধ করেছেন৷ তিনি বলেন, এই সিদ্ধান্ত যাচাই করার জন্য একটি কমিটি গঠন করেছেন তিনি৷ এই কমিটি যদি মনে করে সিদ্ধান্ত ঠিক হয়নি তাহলে তিনি দায় মেনে নেবেন৷ তিনি সমঝোতা চুক্তি পেছানোর ব্যাপারে হামাসের অনুরোধের তীব্র সমালোচনা করে বলেন, তারা গোল্ডস্টোনের ঘটনাটিকে সমঝোতা চুক্তি পিছিয়ে দেওয়ার কাজে ব্যবহার করছে৷

অপরদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে দেওয়া এক বক্তৃতায় হামাস নেতা খালিদ মিশাল তীব্র সমালোচনা করেছেন মাহমুদ আব্বাসের৷ তিনি বলেন, এই নেতৃত্বকে কেউ বিশ্বাস করে না৷ এই ঘটনার জন্য তারাই দায়ী৷ ইসরায়েল কোণঠাসা হয়ে পড়েছিল আর ফিলিস্তিনের এই দলটি তাদের উদ্ধার করতে এগিয়ে এসেছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়