1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একাকীত্বের ধরণ সম্পর্কে আপনি পরিচিত?

১২ মার্চ ২০১৯

চার ধরণের একাকীত্ব রয়েছে৷ এগুলো হলো: আবেগীয় একাকীত্ব, সামাজিক একাকীত্ব, সামাজিক ও আবেগীয় একাকীত্ব এবং স্বল্প একাকীত্ব৷ এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

https://p.dw.com/p/3EpjL
Symbolbild Freunde Freude
ছবি: Maksim Šmeljov - Fotolia.com

বিশ্বে একাকীত্ব ভয়াবহ রূপ নিয়েছে৷ এটাকে মহামারী বলছেন গবেষকরা৷ ১৯৮৫ থেকে ২০০৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে একাকী মানুষের সংখ্যা তিনগুণ হয়েছে, যাদের একজনও ঘনিষ্ঠ বন্ধু নেই৷ প্যারিসের ৫০ শতাংশ এবং স্টকহোমের ৬০ শতাংশ মানুষ একা থাকেন৷ যুক্তরাজ্যে ৭৫ এর বেশি বয়সি মানুষদের অর্ধেকই একা থাকেন৷ মাসের পর মাস ধরে তারা আত্মীয়-দের সঙ্গে কথা না বলে কাটিয়ে দেন তাঁরা৷ দিনে ১৫টা সিগারেট খাওয়ার মতই এক ধরণের নেশায় পরিণত হয় একা থাকা৷ গবেষকরা একাকীত্বের ধরণকে চারভাগে ভাগ করে দেখিয়েছেন এর বৈশিষ্ট্য এবং লক্ষণগুলো৷

গত ৫ মার্চ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের ফেসবুক পাতায় ভিডিওটি পোস্ট করেছে৷ এটি এ পর্যন্ত দেখা হয়েছে ২ লাখ ৪৪ হাজার বার৷ শেয়ার হয়েছে প্রায় ৪ হাজার বার৷

এপিবি/ডিজি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান