এই ভাস্কর্যগুলো কিন্তু জীবন্ত!
বেলজিয়ামের মার্শ অঁ ফেমেন শহরে জীবন্ত ভাস্কর্যের এক প্রদর্শনী হয়ে গেল৷ এটি ইউরোপে এই ধরনের সবচেয়ে বড় প্রদর্শনী৷
সোনালি বিয়ে
যাঁদের দেখছেন তাঁরা কিন্তু জীবন্ত! হ্যাঁ, বেলজিয়ামের মার্শ অঁ ফেমেন শহরে ২০ থেকে ২১ জুলাই জীবন্ত ভাস্কর্যের প্রদর্শনীর অংশ তাঁরা৷
প্র্যাম ও এক নারী
‘স্ট্যাচুস এন মার্শ’ নামে এই প্রদর্শনীটি ইউরোপের এই ধরনের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল৷ প্র্যাম নিয়ে দাঁড়িয়ে থাকা নারীটি যে জীবন্ত তা কি মনে হচ্ছে?
বুলফাইটার
হাত এভাবে কতক্ষণ রাখতে পারবেন আপনি? অথচ এই শিল্পী প্রদর্শনীর খাতিরে অনেকক্ষণ এভাবেই থেকেছেন৷ জীবন্ত ভাস্কর্য বলে কথা!
দ্য কিং
এই ছবি দেখে প্রথমে তিনি কী সেজেছেন তা বোঝা হয়ত একটু কঠিন৷ তবে খেয়াল করে দেখুন হাতে একটি মুকুট ধরা, অর্থাৎ তিনি একজন রাজা৷
দ্য গিটারিস্ট
এই ছবি দেখে অবশ্য সহজেই বুঝতে পারছেন এই শিল্পী হয়ত সংগীতের ভক্ত৷
দাদি
এই শিল্পীর নাম ‘গ্র্যানি’৷ শুধুমাত্র ভাস্কর্যে অংশ নেয়া শিল্পীদের চোখের নড়াচড়া দেখে দর্শকরা নিশ্চিত হয়েছেন যে, এগুলো জীবন্ত৷ নাহলে যে বোঝার কোনো উপায়ই ছিল না৷
6 ছবি
1 | 66 ছবি