উত্তর কোরিয়ার ‘ভীতিকর' ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা
১৫ এপ্রিল ২০২৩শুক্রবার নতুন ধরনের এই ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া৷ বৃহস্পতিবার দেশটির নেতা কিম জং উন-এর নির্দেশে এই পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে পিয়ংইয়ং৷ এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এটি শত্রুপক্ষের জন্য স্পষ্ট নিরাপত্তা সংকট তৈরি করবে এবং ক্রমাগত চরম অস্বস্তিকর আঘাত হানতে সক্ষম এবং প্রাণঘাতী ও প্লাল্টা আক্রমণ চালিয়ে শত্রুপক্ষের জন্য ভীতিকর পরিস্থিতি তৈরি করবে৷''
বিশেষজ্ঞরা বলছেন, প্রথমবারের মতো উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় মিসাইলে এমন প্রযুক্তি ব্যবহার করেছে যা যুদ্ধের সময় তাদেরকে দ্রুত এই ধরনের অস্ত্র স্থাপনে সক্ষম করে তুলবে৷
তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া এখনো এই ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের পর্যায়ে রয়েছে৷ ক্ষেপণাস্ত্রটি উৎপাদনে পুরোপুরি সক্ষম হতে তাদের আরো সময় লাগবে৷ সামনে তাই এর আরো পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং৷
এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম জং উন তার স্ত্রী, বোন ও মেয়েকে নিয়ে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো দেখেছেন৷
এফএস/এসিবি (রয়টার্স)