ইসরায়েল-হামাস যুদ্ধের মাঝেই ফিলিস্তিনিদের ঈদ
ইসরায়েল আর হামাসের মধ্য উত্তেজনা বেড়েই চলেছে৷ বাড়ছে আহত-নিহতের সংখ্যা৷ এরই মাঝে জীবনের দাবি মেনে ঈদুল ফিতরও উপভোগ করছেন ফিলিস্তিনিরা৷ দেখুন ছবিঘরে৷
ঈদের নামাজ
আল আকসা মসজিদের কাছে ডোম অব দ্য রক-এর সামনে ঈদের নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা৷
শিশুর বিনোদন
দীর্ঘদিন ধরে যুদ্ধ আর রক্তপাত দেখে আসছেন ফিলিস্তিনিরা৷ তাই ঈদের সময়ে হামাস আর ইসরায়েলের ‘যুদ্ধ’ তাদের দমাতে পারেনি৷ আল আকসা মসজিদের কাছে শিশুদের আনন্দ দিতে একজন এসেছিলেন ভাঁড় সেজে৷ এক শিশুর সঙ্গে তার একটি আনন্দঘন মুহূর্ত৷
ফিলিস্তিনের পতাকা
আল আকসা মসজিদের কাছে ডোম অব দ্য রক-এর সামনে ঈদের নামাজ পড়েন ফিলিস্তিনিরা৷ নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফিলিস্তিনি পতাকা তুলে ধরেন দুই তরুণ৷
সেল্ফি
ডোম অব দ্য রকের সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনি তরুণীর সেল্ফি৷ গালে তার ফিলিস্তিনের পতাকা৷
অন্যরকম আনন্দ
একজনের কাঁধে আরেকজন উঠে উঠে তিন ফিলিস্তিনি তাদের বন্ধুকে বললেন, ‘‘ছবি তোলো৷’’ সবার ওপরে বসা ফিলিস্তিনি তরুণ ‘ভি চিহ্ন’ দেখাচ্ছেন৷
উপচে পড়া ভিড়
জেরুসালেমের পুরোনো অংশে ঈদের জামাতে উপচে পড়া ভিড়৷ স্বাস্থ্যবিধি মানার চেষ্টা নেই কারো৷
ঈদের স্মৃতি...
ঈদের আনন্দকে ফ্রেমবন্দি রাখতে কে না চায়! ছবিতে এক কিশোরীর ছবি তুলছেন এক ফিলিস্তিনি নারী৷