ইসরায়েলে রকেট হামলা, পালটা হামলার হুমকি
২৫ মার্চ ২০১৯এই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু তাঁর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন৷ এই ‘ঘৃণ্য হামলা'-র প্রেক্ষিতে পালটা হামলার ঘোষণা দিয়েছেন তিনি৷
উল্লেখ্য, এই ঘটনার মাত্র দশ দিন আগেই ফিলিস্তিন অঞ্চল থেকে ইসরায়েলের উদ্দেশ্যে একই রকমের বোমা হামলা চালানো হয়েছিল৷ হামাস ঐ ঘটনাকে ‘অনিচ্ছাকৃত ভুল' বললেও এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পক্ষ থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়৷
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আগের চেয়ে উন্নত হয়েছে৷ এই সম্পর্কের সাম্প্রতিকতম উদাহরণ ‘গোলান হাইটস'৷
সম্প্রতি গোলান হাইটসের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণের স্বীকৃতি দেয়ার প্রস্তাব করে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷
এরপর স্বীকৃতি হিসেবে একটি স্মারকলিপি প্রস্তুত করতে শুরু করে হোয়াইট হাউস৷
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ একটি টুইটে জানান, ‘‘এই ঐতিহাসিক স্মারকলিপিতে ট্রাম্পের সাক্ষর করার মুহূর্তে উপস্থিত থাকবেন নেতানিয়াহু৷''
ইতিমধ্যে, রাশিয়া, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও যুক্তরাজ্য ট্রাম্পের পদক্ষেপের নিন্দা জানিয়েছে৷
এসএস/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)