1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলে রকেট হামলা, পালটা হামলার হুমকি

২৫ মার্চ ২০১৯

সোমবার তেল আভিভের কাছে এক বাড়িতে রকেট হামলায় সাত জন আহত হয়েছেন বলে জানা গেছে৷ গাজা থেকে এই হামলা করা হয়েছে অভিযোগ এনে ‘শক্ত প্রতিক্রিয়া' জানানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল৷

https://p.dw.com/p/3Fbug
Israel Haus von Rakete getroffen
ছবি: Reuters/Y. Sagi

এই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু তাঁর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন৷ এই ‘ঘৃণ্য হামলা'-র প্রেক্ষিতে পালটা হামলার ঘোষণা দিয়েছেন তিনি৷

উল্লেখ্য, এই ঘটনার মাত্র দশ দিন আগেই  ফিলিস্তিন অঞ্চল থেকে ইসরায়েলের উদ্দেশ্যে একই রকমের বোমা হামলা চালানো হয়েছিল৷ হামাস ঐ ঘটনাকে ‘অনিচ্ছাকৃত ভুল' বললেও এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পক্ষ থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়৷

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আগের চেয়ে উন্নত হয়েছে৷ এই সম্পর্কের সাম্প্রতিকতম উদাহরণ ‘গোলান হাইটস'৷

সম্প্রতি গোলান হাইটসের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণের স্বীকৃতি দেয়ার প্রস্তাব করে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷

এরপর স্বীকৃতি হিসেবে একটি স্মারকলিপি প্রস্তুত করতে শুরু করে হোয়াইট হাউস৷

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ একটি টুইটে জানান, ‘‘এই ঐতিহাসিক স্মারকলিপিতে ট্রাম্পের সাক্ষর করার মুহূর্তে উপস্থিত থাকবেন নেতানিয়াহু৷''

ইতিমধ্যে, রাশিয়া, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও যুক্তরাজ্য ট্রাম্পের পদক্ষেপের নিন্দা জানিয়েছে৷

এসএস/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য