1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

ইসরায়েলে যুদ্ধাস্ত্র রপ্তানি বন্ধ করেছে জার্মানি

১৯ সেপ্টেম্বর ২০২৪

জার্মানি ইসরায়েলে নতুন করে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে৷ তথ্য বিশ্লেষণ ও ইকোনমি মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এক সূত্রের বরাতে এই তথ্য দিয়েছে তারা৷

https://p.dw.com/p/4kpV8
এইআইপি সাবমেরিনের পাশে বক্তব্যরত নেতানিয়াহু
জার্মানির নির্মীত ডলফিন এআইপি সাবমেরিন অবমুক্ত করার অনুষ্ঠানে নেতানিয়াহুছবি: Amir Cohen/Photoshot/picture alliance

ঐ সূত্র রয়টার্সকে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বক্তব্য জানিয়েছেন৷ আর কর্মকর্তা বলেছেন, জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স অনুমোদন করা বন্ধ করেছে, কারণ, এক্ষেত্রে আইনি ও রাজনৈতিক চাপ রয়েছে৷ এমন রপ্তানির মাধ্যমে জার্মানি মানবাধিকার আইন ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে৷

এ বিষয়ে জানতে চাইলে ইকোনমি মন্ত্রণালয় কোনো উত্তর দেয়নি৷ তবে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর জার্মান সরকার একটি বিবৃতি প্রকাশ করেছে৷ ‘‘ইসরায়েলে অস্ত্র রপ্তানি বিষয়ে জার্মানিতে কোনো বয়কট নেই,'' বলে জানান সরকারের মুখপাত্র স্টেফান হেবেশ্ট্রাইট৷

ইকোনমি মন্ত্রণালয়ের হিসেব বলছে, গতবছর ইসরায়েলে ৩২ কোটি ৬৫ লাখ ইউরোর অস্ত্র রপ্তানি অনুমোদন করেছিল জার্মানি৷ এর মধ্যে সামরিক উপকরণ ও যুদ্ধাস্ত্র রয়েছে৷ অর্থের অংকটি ২০২২ সালের তুলনায় প্রায় ১০ গুন বেশি৷

তবে এবছর লাইসেন্স অনুমোদন কমেছে৷ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত মাত্র ১৪.৫ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছে ইকোনমি মন্ত্রণালয়৷ এর মধ্যে যুদ্ধাস্ত্র বলে বিবেচিত অস্ত্র ছিল মাত্র ৩২ হাজার ৪৪৯ ইউরোর৷

ইসরায়েলে যুদ্ধাস্ত্র রপ্তানি বিষয়ে জার্মানির বিরুদ্ধে দুটি মামলা হয়েছে৷ একটি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে৷ অন্যটি বার্লিনের আদালতে৷ এই মামলাটি করেছে ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস৷ এই দুই মামলায় নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করতে গিয়ে জার্মান সরকার বলেছে, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালানোর পর ইস্যু করা কোনো লাইসেন্সের আওতায় যুদ্ধাস্ত্র রপ্তানি করা হয়নি৷ শুধুমাত্র দীর্ঘমেয়াদি যে চুক্তিগুলো আছে তার আওতায় যন্ত্রাংশ রপ্তানি করা হয়েছে৷

গাজায় ইসরায়েলের হামলায় ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে৷

ইউরোপজুড়ে মামলা হওয়ায় ইসরায়েলের অন্যান্য মিত্ররাও অস্ত্র রপ্তানি স্থগিত করেছে৷

চলতি মাসে ব্রিটেন ইসরায়েল অস্ত্র রপ্তানি সংক্রান্ত ৩৫০টি লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করেছে৷ কারণ ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে বলে উদ্বেগ তৈরি হয়েছে৷

ফেব্রুয়ারি মাসে নেদারল্যান্ডসের একটি আদালত ইসরায়েলে এফ-৩৫ ফাইটার জেটের যন্ত্রাংশ রপ্তানি স্থগিত করার নির্দেশ দিয়েছিল৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান