ইসরায়েলের জেল থেকে মুক্তি পেলেন সেই তরুণী
২৯ জুলাই ২০১৮রোববার তিনি কারাবাস থেকে মুক্ত হন৷ মুক্তি পেয়ে নিজ গ্রামে ইসরায়েলি সেনাদের আক্রমণে নিহতের বাড়ির সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন৷ বলেন, ‘‘এক শহিদের বাড়ি থেকে বলছি, এই ভূমি যতদিন না দখলদারমুক্ত হবে, ততদিন প্রতিরোধ চলবে৷'' গ্রামবাসীদের উদ্দেশে বলেন তামিমি৷
তিনি আরো বলেন, ‘‘কারাগারে বন্দি নারীরা সবাই শক্ত আছেন৷ আর আমার পাশে যারা দাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই৷''
তামিমি ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের গ্রাম নাবি সালেহ'র বাসিন্দা৷ ইসরায়েলের সেনাবাহিনী ও ইহুদি সেটেলারদের আগ্রাসন ও জমি দখলের বিরুদ্ধে বরাবরই এই গ্রামের বাসিন্দা প্রতিবাদী৷
তামিমিও প্রতিবাদী ছিলেন৷ নানা সময়ে তাঁর সাহসী প্রতিবাদ তাঁকে আলাদা করে চিনিয়েছে৷ তাঁকে প্রতিবাদের প্রতীকও বলেন অনেকে৷ তিনি যখন শিশু ছিলেন, তখন ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিবাদের একটি ছবির কারণে তখনকার তুর্কি প্রধানমন্ত্রী এর্দোয়ানের সঙ্গে দেখা করার নিমন্ত্রণ পান৷
আরেকবার এক সেনার হাতে কামড় বসানোর ছবিটি প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে৷ তাই বারবারই ইসরায়েলের জন্য ‘বিরক্তি'র কারণ হয়ে দাঁড়াচ্ছিলেন তামিমি৷
গত ডিসেম্বরে তেমনি এক প্রতিবাদের সময় ইসরায়েলি সেনাদের ওপর চড়াও হন তামিমি৷ সেই ঘটনার ফেসবুক লাইভ করেন তাঁর মা নারিমান৷
এরপরই তামিমির বিরুদ্ধে ‘উসকানি' ও হামলার অভিযোগসহ মোট ১২টি অভিযোগ আনে ইসরায়েল৷ পরে অভিযোগ কমানো হলেও আট মাসের কারাবাসের সাজা পান তিনি৷ তবে এই ঘটনা ১৭ বছর বয়সি তামিমির্ফি লিস্তিনি আইকনে পরিণত করেছে৷
এদিকে, শনিবার ইসরায়েলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন দেশটির নামকরা এক আরব সংসদ সদস্য৷ সংসদের প্রধান বিরোধী দল জিওনিস্ট ইউনিয়ন অ্যালায়েন্সের নেতা জোওহাইর বাহলোউল সম্প্রতি পাশ হওয়া একটি আইনের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন৷
আইনটিকে বর্ণবাদী আখ্যা দিয়ে পদত্যাগ করা বাহলোউল বলেন, ‘‘ইসরায়েলে সমতা বিধানের কথা বলে রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে আরবদের বাদ দেয়া হয়েছে৷'' এক টেলিভিশন শো-তে তিনি এ কথা বলেন৷
‘‘এখন আমি কি খাঁচার ভেতরে বসব? এই ধ্বংসাত্মক, বর্ণবাদী ও চরমপন্থি সংসদকে কি আমার বৈধতা দেয়া উচিত?'' বলছিলেন তিনি৷
এই আইন এখন মেনে নিলে আরবদের অধিকার প্রতিষ্ঠার আর কোনো আশা থাকবে না বলে মনে করেন তিনি৷
উল্লেখ্য, ইসরায়েলের সংসদে পাশ হওয়া সেই আইনে ইহুদিদের প্রথম সারির অধিবাসী ও হিব্রুকে একমাত্র দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে৷
জেডএ/ডিজি (রয়টার্স, ডিপিএ)