1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের সঙ্গে বোঝাপড়া

২৪ নভেম্বর ২০১৩

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে রবিবার ইরানের এক বোঝাপড়া হয়েছে৷ এর ফলে দুই পক্ষের মধ্যে আস্থা বাড়বে বলে আশা করা হচ্ছে৷

https://p.dw.com/p/1ANBc
European Union foreign policy chief Catherine Ashton (3rd L) delivers a statement during a ceremony next to British Foreign Secretary William Hague, Germany's Foreign Minister Guido Westerwelle, Iranian Foreign Minister Mohammad Javad Zarif, Chinese Foreign Minister Wang Yi, U.S. Secretary of State John Kerry, Russia's Foreign Minister Sergei Lavrov and French Foreign Minister Laurent Fabius (L-R) at the United Nations in Geneva November 24, 2013. Iran and six world powers reached a breakthrough agreement early on Sunday to curb Tehran's nuclear programme in exchange for limited sanctions relief, in a first step towards resolving a dangerous decade-old standoff. REUTERS/Denis Balibouse (SWITZERLAND - Tags: POLITICS ENERGY) (eingestellt von qu)
ছবি: Reuters

প্রত্যাশা শুরু থেকেই কম রাখা হয়েছিল৷ জেনিভায় আলোচনা নির্দিষ্ট সময়সীমার মধ্যেও সীমাবদ্ধ রাখা হয়নি৷ তাই আশার আলো দেখা যাওয়ার ফলে শুক্রবারের বদলে রবিবার ভোররাত পর্যন্ত আলোচনা গড়িয়েছে৷

ইরান তার বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধ করছে না, দেশটির উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হচ্ছে না৷ তবে এই প্রাথমিক বোঝাপড়া চূড়ান্ত সমাধানসূত্রের পথ খুলে দিতে পারে৷ আস্থাবর্ধক এই চুক্তির আওতায় ইরান আরাক পরমাণু চুল্লি নির্মাণের কাজ বন্ধ রাখবে৷ তাছাড়া ইউরেনিয়ামের ফিসাইল কনসেন্ট্রেশনের মাত্রা ২০ শতাংশের মধ্যে রাখতে হবে৷ নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রেও ফিসাইল পিউরিটি ৫ শতাংশের মাত্রা অতিক্রম করবে না৷ আন্তর্জাতিক আণবিশ শক্তি সংস্থা আইএইএ-র পরিদর্শকরা নাতান্স ও ফোর্দো পরমাণু কেন্দ্রে প্রবেশের সুযোগ পাবেন৷ এই সব পদক্ষেপের বদলে বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে আন্তর্জাতিক সমাজ৷

এমন বোঝাপড়ার ফলে সামগ্রিকভাবে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ ইরান সহ অংশগ্রহণকারী দেশগুলির সরকার এই চুক্তিকে স্বাগত জানিয়েছে৷ তবে ইসরায়েল এই বোঝাপড়ার তীব্র বিরোধিতা করেছে৷ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক ভুল' হিসেবে বর্ণনা করেন৷

এসবি/ডিজি (রয়টার্স, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য