হজ নিয়ে রাজনীতি
৩০ মে ২০১৬বেশ কিছুকাল ধরে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে চলেছে৷ এবার হজ যাত্রাকে কেন্দ্র করে তা নতুন মাত্রা পেল৷ রবিবার ইরান জানিয়েছে, এ বছর সে দেশের কোনো তীর্থযাত্রী মক্কায় হজ পালন করতে যাবেন না৷ সৌদি আরব ইরানের মুসল্লিদের নিরাপত্তার গ্যারেন্টি দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরান জানিয়েছে৷
ইরানের সংস্কৃতি মন্ত্রী আলি জানাটি বলেন, সৌদি সরকার ইচ্ছাকৃতভাবে ইরানি মুসল্লিদের হজযাত্রা বন্ধ করার পদক্ষেপ নিয়েছে৷ উল্লেখ্য, গত বছর হজ চলাকালীন কয়েক'শ ইরানীয় মুসল্লি পদদলিত হয়েছিলেন৷ সেই ঘটনার পর সৌদি আরব কোনো রিপোর্ট প্রকাশ করেনি৷ এর আগে ১৯৮৭ সালের পর ইরান ৩ বছর হজযাত্রা বন্ধ রেখেছিল৷
অন্যদিকে সৌদি আরব এই অচলাবস্থার জন্য ইরানকেই দায়ী করেছে৷ সে দেশের সরকারের মতে, ইরানের হজ সংগঠনের সঙ্গে আলোচনার পর যে চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছিল, ইরান তা সাক্ষর না করে হাজার হাজার মুসলিমকে হজ পালন থেকে বঞ্চিত করছে৷ সৌদি আরব কোনো মুসলিমকে কখনো হজ পালনে বাধা দেয় না বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর৷ তিনি বলেন, প্রতি বছর ৭০টিরও বেশি দেশের সঙ্গে এই মর্মে চুক্তি সাক্ষরিত হয়৷
হজযাত্রাকে কেন্দ্র করে রাজনীতি নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে৷
সৌদি আরব-ইরানের সম্পর্কের অবনতির একের পর এক ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে৷ কূটনৈতিক সংঘাতের পর এবার সাইবার যুদ্ধেরও আশঙ্কা দেখা যাচ্ছে৷
এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)