1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইভিএম ব্যবহার করবে নারায়নগঞ্জ সিটি করপোরেশন

২৮ জুন ২০১১

নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন - ইভিএম পদ্ধতি ব্যবহার করবে নির্বাচন কমিশন৷ প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শাসুল হুদা জানিয়েছেন, এজন্য তারা কাজও শুরু করে দিয়েছেন৷

https://p.dw.com/p/11kTa
Officers being imparted Electronic Voting Machine (EVM) training for general election in India. *** Beamte lernen wie mit einer elektronischen Maschine umzugehen ist, die bei den Wahlen zur Stimmabgabe als Wahlcomputer einegsetz wird *** April 2009
ইলেকট্রনিক ভোটিং মেশিন - ইভিএমছবি: UNI

নারায়নগঞ্জ পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হয়েছে৷ আর এই সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করবে নির্বাচন কমিশন৷ প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শাসুল হুদা জানান, ঐ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের ১৮০ দিনের মধ্যে তারা নির্বাচন করবেন৷ তবে নির্বাচনে ইভিএম পদ্ধতি যাতে ব্যবহার করা যায়, সেজন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে জানা গেছে৷ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ'এর সঙ্গে সোমবার আলোচনার পর তিনি জানান, এই পদ্ধতি ব্যাবহারে তাঁকে কেউ আটকাতে পারবেনা৷

বাসদ নেতারা আলোচনায় অংশ নিয়ে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের কথা বলেন৷ বলেন লিঙ্গ বৈষম্য দূর করে তিনজনের পরিবর্তে সাতজন নির্বাচন কমিশনার নিয়োগের বিধান করার কথা৷ বাসদ নেতা কমরেড কাজী খালিকুজ্জামান বলেন যে, তাঁরা ইভিএম পদ্ধতি সমর্থন করেন৷

এদিকে, বিএনপি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ না নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি দিয়েছে৷ প্রধান নির্বাচন কমিশনার জানান, বিএনপি কিছু তথ্য তুলে ধরেছে তাদের চিঠিতে৷ কমিশন এর জবাব দেবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ