1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইফার আকর্ষণ ‘সুপার-ফাইন’ টিভি, ‘হেল্প-মি’ গাড়ি

২ সেপ্টেম্বর ২০১১

জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয়েছে কনজিউমার ইলেকট্রনিকস মেলা ইফা৷ এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উচ্চক্ষমতার টেলিভিশন আর নিজ থেকে সাহায্য প্রার্থী গাড়ি৷ তবে, স্যামসাং এর বড় স্টলে অনুপস্থিত গ্যালাক্সি ১০.১৷

https://p.dw.com/p/12Rvg
ছবি: DW

জাপানি প্রতিষ্ঠান শার্প ইফায় নিয়ে এসেছে নতুন এক টেলিভিশন৷ প্রচলিত এইচডি টেলিভিশনের চেয়েও ১৬ গুণ বেশি স্পষ্ট এর পর্দা৷ ৮৫ ইঞ্চি আকৃতির এই টিভিতে ৭,৬৮০ বাই ৪,৩২০ পিক্সেলের আকারে অতি স্পষ্ট অনুষ্ঠান দেখা সম্ভব৷ বর্তমানে অবশ্য কোন টেলিভিশন অনুষ্ঠানই এত উচ্চ পিক্সেলে প্রচার হচ্ছে না৷ খোদ জাপান আশা করছে, ২০২০ সাল নাগাদ এরকম অতিস্পষ্ট টেলিভিশন অনুষ্ঠান প্রচার সম্ভব হবে৷ তবে বার্লিনে এক সংবাদ সম্মেলনে শার্প জানিয়েছে, আগামী বছরই দোকানে হাজির হবে এই উচ্চক্ষমতার টেলিভিশন৷

শার্প অবশ্য অতীতে ৮.৮ মিলিয়ন পিক্সেল ক্ষমতার ডিসপ্লে তৈরি করে সাড়া জাগিয়েছিল৷ বর্তমানে এই উচ্চক্ষমতার ডিসপ্লে বোর্ড বিভিন্ন ইলেকট্রিনক পণ্যে ব্যবহার হচ্ছে৷

Flash-Galerie IFA 2011
ছবি: picture alliance/dpa

এদিকে, মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড ইফা কনজিউমার মেলায় প্রদর্শন করছে নতুন এক গাড়ি৷ এই গাড়িতে ইন্টারনেট নির্ভর বিনোদন ব্যবস্থা থাকবে, গাড়ির কোডনেম সিনক (এসওয়াইএনসি)৷ আগামী বছর ইউরোপের বাজারে আসবে এই গাড়ি৷ তবে মূল যে আকর্ষণ এটিকে ঘিরে, তা হচ্ছে ‘হেল্প-মি' সুবিধা৷ এই গাড়ি দুর্ঘটনায় পড়লে নিজে থেকেই কাছের পুলিশ এবং জরুরি সেবাদাতা সংস্থাকে ফোন করতে সক্ষম৷ শুধু তাই নয়, স্থানীয় ভাষায় এটি নিজের অবস্থানও জানাতে পারবে৷

এবারে ইফার আরেক আকর্ষণ স্যামসাং৷ কিছুদিন আগে ডুসেলডর্ফের আদালত, স্যামসাং এর একটি পণ্য জার্মানি এবং ইউরোপে বিক্রির উপর স্থগিতাদেশ প্রদান করে৷ অভিযোগ, স্যামসাং গ্যালাক্সি ১০.১ এর ডিজাইন এর সঙ্গে অ্যাপল এর আইপেড-২ এর মিল রয়েছে৷ মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের কয়েকটি আদালতে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে৷ কনজিউমার মেলায় স্যামসাং বড় প্যাভেলিয়ান সাজিয়েছে ঠিকই, কিন্তু সেখানে অনুপস্থিত গ্যালাক্সি ১০.১৷ এই বিষয়ে অবশ্য মুখ খুলতেও রাজি নয় প্রতিষ্ঠানটির কোন মুখপাত্র৷

বলা বাহুল্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় কনজিউমার ইলেকট্রনিক পণ্যের মেলা ইফা৷ এবছর এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ১,৪৪১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে৷ এই আসর চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক