1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পোকেমন গো’ নিষিদ্ধ

২২ জুলাই ২০১৬

দায়িত্ব পালনের সময় আর ‘পোকেমন গো’ গেম খেলতে পারবেনা পুলিশ৷ ডিউটি চলার সময় ভার্চুয়াল রিয়ালিটি গেমটি খেললে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলেই এ সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার৷

https://p.dw.com/p/1JU4k
Indonesien Pokemon Go
ছবি: picture-alliance/dpa

কয়েকদিন আগেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় ‘সান্তোসো' নামে পরিচিত ইন্দোনেশিয়ার এক শীর্ষ জঙ্গি নেতা৷ এমন সাফল্যের পরও নিরাপত্তা বাহিনীকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছে ইন্দোনেশিয়া সরকার৷ দুশ্চিন্তার কারণ, কর্মীদের ‘পোকেমন গো' খেলার নেশা৷ তাই ইতিমধ্যে পুলিশ বাহিনীকে জানিয়ে দেয়া হয়েছে, দায়িত্ব পালনের সময় একেবারেই ‘পোকেমন গো' খেলা যাবে না৷

সারা বিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে ভার্চুয়াল রিয়ালিটি গেম ‘পোকেমন গো'৷ এই গেম খেলার জন্য জিপিএস এবং ভিডিও স্ট্রিমিং ব্যবহার করতে হয়৷ তাছাড়া অনেক সময় হেঁটে হেঁটেও নিবিষ্টমনে খেলতে হয় এ খেলা৷ পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর অন্য কোনো শাখার কর্মীদের জন্য এ খেলায় অভ্যস্ত হওয়া বিপজ্জনক৷ তাই বড় কিছু ঘটার আগেই পুলিশে এ খেলাটি নিষিদ্ধ করা হয়েছে৷

My picture of the week | Saudis mad for Pokemon despite ban

ইতিমধ্যে নৌবাহিনীতেও নিষিদ্ধ হয়েছে ‘পোকেমন গো'৷ স্বয়ং নৌবাহিনীর চিফ অ্যাডমিরাল আদে সুপান্ডি জানিয়েছেন এ খবর৷ এদিকে প্রতিরক্ষা মন্ত্রী ব়্যামিজার্ড ব়্যাচুডু জানিয়েছেন, খুব তাড়াতাড়ি সেনাবাহিনীতেও ‘পোকেমন গো' নিষিদ্ধ হতে পারে৷

ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনী কর্তৃপক্ষ মনে করে, নিরাপত্তা কর্মীরা ‘পোকেমন গো'-তে আসক্ত হলে যে কোনো সময় জঙ্গি বা সন্ত্রাসীরা বড় ধরনের অঘটন ঘটাতে পারে

গত মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সিরেবোন শহরে ফরাসি এক নাগরিক ‘পোকেমন গো' খেলতে খেলতে সেনা ঘাঁটির ভেতরে ঢুকে পড়েছিলেন৷ সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হলেও জিজ্ঞাসাবাদের পর অবশ্য ছেড়ে দেয়া হয় তাঁকে৷

এসিবি/এসবি (ডিপিএ,এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য