ইউরোপের সবচেয়ে বড় যাযাবর মেলা
‘অ্যাপলবাই হর্স ফেয়ার’ বা ‘অ্যাপলবাই নিউফেয়ার’ মূলত ঘোড়ার মেলা হলেও, এটি ইউরোপে জিপসিদের সবচেয়ে বড় মিলনমেলা৷ ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে কামব্রিয়া কাউন্টির অ্যাপলবাই শহরের পাশে জুন মাসে এই মেলা অনুষ্ঠিত হয়৷
অ্যাপলবাই হর্স ফেয়ার ২০২৩
২০২৩ সালের অ্যাপলবাই হর্স ফেয়ার শুরু হয়েছে ৮ জুন, চলবে ১৪ জুন পর্যন্ত৷ এডেন নদীর তীর ঘেঁষে এই মেলা জমজমাট যাযাবর গোষ্ঠী ও পর্যটকদের উপস্থিতিতে৷
ইউরোপের সবচেয়ে বড় যাযাবর মেলা
প্রায় ১০ হাজার যাযাবর গোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন এই মেলায়৷ এক হাজারেরও বেশি ক্যারাভান ও ঘোড়া চালিত কয়েকশ’ গাড়ি অংশ নেয়৷ মেলা দেখতে আসেন ৩০ হাজারেরও বেশি দর্শনার্থী৷ এটি ইউরোপের সবচেয়ে বড় যাযাবর মেলা৷
ইউরোপের সবচেয়ে বড় যাযাবর মেলা
প্রায় ১০ হাজার যাযাবর গোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন এই মেলায়৷ এক হাজারেরও বেশি ক্যারাভান ও ঘোড়া চালিত কয়েকশ’ গাড়ি অংশ নেয়৷ মেলা দেখতে আসেন ৩০ হাজারেরও বেশি দর্শনার্থী৷ এটি ইউরোপের সবচেয়ে বড় যাযাবর মেলা৷
কী হয় এই মেলায়?
জিপসি বা যাযাবর গোষ্ঠীরা এডেন নদীতে তাদের ঘোড়া পরিষ্কার করেন, ঘোড়ায় চরে ঘুরে বেড়ান৷ পাশেই জিমি উইন্টারের মাঠে নানান পণ্যের, বিশেষ করে জিপসিদের তৈরি পণ্যের পসরা সাজিয়ে নিয়ে বসেন বিক্রেতারা৷ ঘোড়ার জন্য ব্যবহৃত পণ্য মূল আকর্ষণ৷
ইতিহাস
১৭৭৫ সালে ভেড়া ও গবাদি পশুর রাখালরা এবং ঘোড়া কারবারীরা তাদের পশু বিক্রির জন্য একত্রিত হতে থাকেন৷ পরে এটি ১৯০০ সালের দিকে এটি যাযাবরদের মিলনমেলায় পরিণত হয়৷
বিতর্ক
মেলাটি নিয়ে বিতর্কও রয়েছে৷ মেলার পর শহরটিকে নোংরা করে ফেলে যাওয়া, সহিংসতা ও পশুর প্রতি নিষ্ঠুতরার বিষয়গুলো নিয়ে বেশ কিছু বিতর্কও উঠেছে মেলাটিকে ঘিরে৷
তারপরও সরব অ্যাপলবাই
কোন বিতর্ক দমিয়ে রাখতে পারেনি যাযাবরদের৷ বছর বছর চলছে এই জমকালো আয়োজন৷