ইউরোপের জন্য কালো দিন: শলৎস
২৪ ফেব্রুয়ারি ২০২২ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের তীব্র নিন্দা করে ওলাফ শলৎস বলেন, এই দিনটি ইউক্রেনের জন্য ভয়াবহ এক দিন তো বটেই, সেইসঙ্গে ইউরোপের জন্যও কালো এক দিন৷ এমন পদক্ষেপের পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের উদ্দেশ্যে অবিলম্বে এই সামরিক অভিযান বন্ধ করার ডাক দেন শলৎস৷ তার মতে, এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক আইন স্পষ্টত লঙ্ঘন করেছে৷ শলৎস জি-সেভেন, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠিত প্রতিক্রিয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন৷ বৃহস্পতিবার সকালে শলৎস টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং ইউক্রেনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন৷
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে জার্মানির রাষ্ট্রদূত আন্টিয়ে লেয়েনডেয়ারটসে বলেন, এই আগ্রাসনের কারণে রাশিয়াকে অভূতপূর্ব রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক মূল্য দিতে হবে৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক তার টুইট বার্তায় লেখেন, ইউক্রেনের উপর হামলার মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক নিয়মভিত্তিক কাঠামোর মূলে আঘাত করেছে৷ আন্তর্জাতিক সমাজ লজ্জার এই দিনটি কখনো ভুলবে না৷
জার্মানির রাজনৈতিক মহলেও ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ ভাইস চ্যান্সেলর এবং অর্থনীতির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রোব্যার্ট হাবেক বলেন, যা এতকাল অবিশ্বাস্য মনে হতো, তা এবার ঘটছে৷ ইউরোপে পুরোপুরি স্থলযুদ্ধ শুরু হয়ে গেল, যেমনটা শুধু ইতিহাসের বইয়ে পড়া যায় বলে এতকাল ধারণা ছিল৷ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সচেতন আগ্রাসনের ফলে অনেক মানুষের জীবনে দুঃখ-কষ্ট নেমে আসবে বলে হাবেক মন্তব্য করেন৷
ক্ষমতাসীন জোটের শরিক উদারপন্থি এফডিপি দলের প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ আলেক্সান্ডার ম্যুলার এক টুইট বার্তায় লেখেন, গত ৮০ বছরে ইউরোপের উপর এমন সামরিক হামলা হয়নি৷ তার মতে, এটা কোনো সামরিক সংঘাত নয়, পুরোপুরি হামলা ঘটছে৷ এসপিডি দলের পররাষ্ট্র বিশেষজ্ঞ ও সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান মিশায়েল রোট তার টুইট বার্তায় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করে বলেন, পুটিনকে ঘিরে শিল্পপতিদের গোটা প্রণালী এতকাল পশ্চিমা বিশ্বের যে আর্থিক সুযোগ-সুবিধা উপভোগ করে এসেছে, তা এবার পুরোপুরি বন্ধ করতে হবে৷
এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)