1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো সংকট

১৯ জুন ২০১৩

পুঁজিবাজারকে শান্ত করতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে আরও পদক্ষেপ নিতে প্রস্তুত, বলেছেন ইসিবি প্রধান দ্রাগি৷ এদিকে চরম বেকারত্বের মোকাবিলা করতে আসরে নামছে ইইউ বিনিয়োগ ব্যাংক৷

https://p.dw.com/p/18sbq
Mario Draghi, President of the European Central Bank (ECB) , addresses the media during his monthly news conference in Frankfurt, March 7, 2013. Draghi announced that the ECB leaves the interest rates unchanged. REUTERS/Kai Pfaffenbach (GERMANY - Tags: BUSINESS)
Mario Draghi Präsident der Europäischen Zentralbankছবি: REUTERS

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাগি আবার আশ্বাস দিয়েছেন, যে প্রয়োজনে ইসিবি সুদের হার আরও কমাতে প্রস্তুত৷ এ ছাড়াও ইউরোপের ব্যাংকিং ক্ষেত্র সম্পর্কে কিছু সিদ্ধান্তের পূর্বাভাষ দিয়েছেন তিনি৷ ফলে বাজারে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে৷ ২০১৪ সালের শেষের দিকে ইসিবির তত্ত্বাবধানে ব্যাংকিং ইউনিয়ন চালু হয়ে যাবে – এমনটা স্পষ্ট হয়ে উঠছে৷

এদিকে ইউরো এলাকায় উন্নতির কিছু লক্ষণ দেখা যাচ্ছে৷ এপ্রিল মাসের তথ্য পরিসংখ্যান অনুযায়ী প্রায় ১,৫০০ কোটি ইউরো ট্রেড সারপ্লাস দেখা গেছে৷ তবে এর মধ্যে জার্মানির সিংহভাগ থাকায় বাস্তব চিত্রের সঠিক প্রতিফলন ঘটছে না৷ যেমন ফ্রান্সের অবস্থা করুণ৷ তাছাড়া রপ্তানির হার এখনো বাড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে না৷ 

অর্থনীতির সার্বিক উন্নতির পাশাপাশি বেকারত্বের মতো সমস্যাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে৷ ইউরোপে চরম বেকারত্ব দূর করতে নেতারা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না, এমন অভিযোগের প্রেক্ষাপটে ইইউ বিনিয়োগ ব্যাংক এক কর্মসূচির ঘোষণা করেছে৷ যে সব ছোট সংস্থা বাজার থেকে ঋণ নিতে পারছে না, তাদের জন্য ঋণের ব্যবস্থা করবে ইআইবি৷ এর জন্য ৬,০০০ কোটি ইউরো ধার্য করা হয়েছে৷ জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, দীর্ঘমেয়াদি ভিত্তিতে পরিস্থিতির উন্নতি করতে হলে ব্যয় সংকোচ ও বাজেট ঘাটতির রাশ টানা ছাড়া কোনো উপায় নেই৷ এছাড়া ইউরো এলাকায় আর্থিক ও ব্যাংকিং ইউনিয়নও কার্যকর করা প্রয়োজন৷

স্পেন আর্থিক সংকট কাটিয়ে উঠে আবার ঘুরে দাঁড়াচ্ছে বলে সরকারের বাজেটের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দাবি করেছেন৷ চলতি বছরের দ্বিতীয়ার্ধেই তিনি স্পেনের অর্থনীতির উন্নতির আশা করছেন৷ এদিকে ইটালির মন্ত্রিসভা প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে কিছু পদক্ষেপের ঘোষণা করেছে৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য