1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনেস্কোর তালিকায় এগারোটি নতুন সংযোজন

২৫ নভেম্বর ২০১১

পৃথিবীর নানা দেশে আবহমানকাল ধরে চলে আসছে নানা ঐতিহ্যময় রীতিনীতি৷ সংরক্ষণের অভাবে তার অনেকটাই হারিয়ে যাচ্ছে৷ সংস্কৃতির এইসব বিপন্ন ঐতিহ্য রক্ষায় সক্রিয় ইউনেস্কো৷ ‘ইন্ট্যাঞ্জিবল হেরিটেজ’ তালিকায় যোগ হল এগারোটি সংযোজন৷

https://p.dw.com/p/13H3j
কোলনের বিখ্যাত ডোম ১৯৯৬ সালে ইউনেস্কোর হেরিটেজ তালিকাভূক্ত হয়েছে৷ছবি: AP

এই তালিকার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার সামান নৃত্য, ইরানে গল্প বলার এক প্রাচীনতম ঐতিহ্য, ব্রাজিলে খরা প্রতিরোধে আদিবাসী মানুষদের অভিনব এক রীতি৷ মঙ্গোলিয়ায় অত্যন্ত প্রাচীন এক ধরণের বাঁশিতে লোক সংগীতের সুর যেমন জায়গা করে নিয়েছে ইউনেস্কোর এই নতুন তালিকায়, তেমনি অন্তর্ভুক্ত হয়েছে চীনের হেঝেন সম্প্রদায়ের গল্প বলার বিশেষ রীতি ইমাকান৷ ইন্দোনেশিয়ার বালিতে ইউনেস্কো প্রতিনিধিদের বৈঠকে বৃহস্পতিবার সংযুক্ত নতুন ঐতিহ্যগুলোর কথা ঘোষণা করা হয়৷ সংস্থা জানায়, এগুলো রক্ষা করা অত্যন্ত জরুরি৷

চব্বিশটি দেশ থেকে ১৮টি বিভিন্ন ধরণের ঐতিহ্যের তালিকা পাঠানো হয়৷ তা থেকে নির্বাচন করা নয়টি৷ অতি দ্রুত এসব ঐতিহ্যবাহী রীতিনীতি রক্ষায় প্রয়োজন সাহায্য, সহযোগিতা এবং রক্ষণাবেক্ষণ৷

মউরিটানিয়ার মুরিশ মহাকাব্য থেইদিন, ব্রাজিলে খরা প্রতিরোধের ইয়াওকোয়া রীতি, ভিয়েতনামের ফু থো প্রদেশের পবিত্র স্থানগুলিতে বসন্ত কালে গীত শোয়ান গায়ন পদ্ধতি ও গৃহীত হয়েছে তালিকায়৷

NO FLASH Preah Vihear Tempel
কম্বোডিয়ার প্রিয়া বিহার ইউনেস্কোর এই তালিকায় রয়েছে৷ছবি: picture-alliance/dpa

ইউনেস্কো তার নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে, মালির বামবারা, মালিঙ্কে, সেনুফো এবং সামোগো গোত্রের মানুষদের মাঝে প্রচলিত গোপন সমিতি কোরেদুগাও নতুন তালিকায় ঠাঁই পেয়েছে৷ এই সমিতির সদস্যরা হাস্যে, তীর্যক ব্যঙ্গে, খানাপিনায় মাতিয়ে রাখেন মানুষদের৷ তবে তাঁরা একই সঙ্গে প্রখর বুদ্ধিমত্তা আর জ্ঞানেরও পরিচয় রাখেন৷

ইউনেস্কোর এই ‘ইনট্যাঞ্জিবল হেরিটেজ' তালিকায় আরো অন্তর্ভুক্ত হয়েছে ইরানে নাটকীয় অঙ্গভঙ্গি করে কবিতায় বা গদ্যে গল্প বলার প্রাচীনতম রীতি নাক্কা-লি৷ ইরানের প্রতিনিধি ইয়াদোল্লাহ পারমুন জানান,‘‘ঐতিহ্যবাহী উপাদানগুলো ধরে রাখার সঙ্গে সঙ্গে আমরা নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে এগুলোকে একালের মাধ্যম প্রয়োগ করে তুলে ধরার চেষ্টা করছি৷

তালিকায় আরও রয়েছে উপসাগরীয় এলাকার ঐতিহ্যবাহী নৌকা লেঞ্জেস৷ এই নৌকা তৈরি ও সাগরের বুকে তা চালানোর বিশেষ রীতি চলে আসছে যুগযুগ ধরে৷

ইউনেস্কো জানিয়েছে, বালির এই বৈঠকের বেশির ভাগ খরচ ইন্দোনেশিয়ার সরকার বহন করেছে৷ তালিকায় যুক্ত হয়েছে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী সামান নাচ - হাজার হাতে তালি দিয়ে দিয়ে নাচ করার বর্ণাঢ্য এক রীতি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক