1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউতে তুরস্কের হিস্যা বাড়াতে জার্মানির সহায়তার আশ্বাস

১০ অক্টোবর ২০১০

ইইউতে তুরস্কের অধিকার বাড়াতে সহায়তার আশ্বাস দিলেন জার্মান চ্যান্সেলর৷ একইসঙ্গে জার্মানিতে বসবাসরত তুর্কি বংশোদ্ভুতদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে কাজ করবে দুই দেশ৷

https://p.dw.com/p/PaOq
বার্লিনে এর্দোয়ানের সঙ্গে ম্যার্কেলছবি: picture alliance/dpa

বার্লিনে ম্যার্কেল-এর্দোয়ান বৈঠক

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে শনিবার বার্লিনে বৈঠক করেন তুরস্কের প্রধানমন্ত্রী রিচেপ তাইয়েপ এর্দোয়ান৷ বৈঠকে দুই শীর্ষ নেতা তুর্কি বংশোদ্ভূত জার্মানদের জার্মানির মূলধারায় সম্পৃক্ত করতে আরো উদ্যোগ প্রয়োজন বলে মত দেন৷ বর্তমানে জার্মানিতে বসবাসরত তুর্কির সংখ্যা ২৫ লাখ৷ তুরস্কের সঙ্গে এক চুক্তির মাধ্যমে ‘গেস্টআর্বাইটার' মানে অতিথি শ্রমিক হিসেবে জার্মানিতে এসেছিলেন এই তুর্কিরা৷ আগামী বছরের অক্টোবরে সেই চুক্তির পঞ্চাশ বছর পূর্ণ হবে৷ তুরস্ককে সঙ্গে নিয়ে এই দিনটিকে বড় আকারে পালনের পরিকল্পনা করছে জার্মানি৷ সেইসঙ্গে সমাজের মূলধারায় জার্মানদের সম্পৃক্ত করতে নানা উদ্যোগে নেয়া হবে এই দিনে৷ এই প্রসঙ্গে ম্যার্কেল বলেন, সম্পৃক্ততার প্রশ্নে এখনো অনেক জটিলতা রয়েছে যা আমরা সমাধান করতে চাই৷

Fußball Deutschland Türkei EM Qualifikation Flash-Galerie
ইইউতে অধিকার বাড়াতে তুরস্ককে সহায়তার আশ্বাস দিয়েছেন ম্যার্কেলছবি: AP

জার্মান সমাজে বিদেশিদের সম্পৃক্ত করা নিয়ে বিতর্ক

শনিবার এই বিতর্কে আরো খানিকটা ঘি ঢাললেন বাভারিয়ার শীর্ষ রাজনৈতিক নেতা হোর্স্ট সিহোফার৷ ফোকাস ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, তুরস্ক এবং আরব দেশগুলো থেকে জার্মানির আর কোন অভিবাসীর প্রয়োজন নেই৷ এসব দেশ থেকে আসা অভিবাসীদের জার্মান সমাজের মূলধারায় সম্পৃক্ত করা কঠিন, এমন মত সিহোফার এর৷

এর আগে, মুসলিম অভিবাসীদের নিয়ে জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের নেতিবাচক মন্তব্যও বিতর্কের সৃষ্টি করে৷ তবে জার্মানির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ সম্প্রতি এক ভাষণে জানিয়েছেন, ইসলামও জার্মানির অংশ৷

তুরস্কের ইইউ সদস্যপদ

তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের ‘বিশেষ সুবিধাযুক্ত সহযোগী' করতে চেষ্টা চালাচ্ছে জার্মানি৷ কিন্তু এক্ষেত্রে তুরস্ক-সাইপ্রাস সংকট নিরসন জরুরি৷ সেই দিকটাতেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন চ্যান্সেলর ম্যার্কেল৷ এজন্য প্রয়োজনে জানুয়ারিতে সাইপ্রাস সফরেও যেতে পারেন তিনি৷ বলাবাহুল্য, আংকারা কিন্তু ইইউ'র পূর্ণ সদস্যপদের জন্যই লড়ে যাচ্ছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়