1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

ইংল্যান্ডে স্কুল খোলায় শিক্ষকদের ক্ষোভ

১ জুন ২০২০

বর্তমান পরিস্থিতিতে স্কুল খুলে তাদের এবং শিক্ষার্থীদের ‘জীবন বা মৃত্যুর' মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ডর শিক্ষকরা৷

https://p.dw.com/p/3d6rO
ফাইল ছবিছবি: picture-alliance/Construction Photography/Photosh

তবে সরকার এখনো পর্যায়ক্রমে স্কুল খুলে দেওয়ার পরিকল্পনায় অটল৷ ওই পরিকল্পনা অনুয়ায়ী ইংল্যান্ডে ১ জুন থেকে কিছু প্রাথমিক বিদ্যালয় খুলে গেছে৷ শিক্ষকরা স্কুলে কাজের পরিবেশ এবং শিক্ষার্থীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷

যুক্তরাজ্যে করোনা ভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে, ইউরোপের দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ৷

এ অবস্থায় ইংল্যান্ডে স্কুল খুললেও নর্দান আয়ারল্যান্ড ও ওয়েলস নতুন টার্ম শুরু হওয়ার আগ পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ স্কটল্যান্ডও আগামী ১১ অগাস্ট থেকে স্কুল খোলার ঘোষণা দিয়েছে৷ প্রাইভেট স্কুলগুলোও সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে৷

ইংল্যান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে সরকারের সঙ্গে শিক্ষক ও তাদের ইউনিয়নগুলো রীতিমতো যুদ্ধ করেছে৷ তাদের যুক্তি, স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলোতে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখার পর্যাপ্ত ব্যবস্থা এখনো নেই৷

এ বিষয়ে ইউনিয়ন থেকে শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে৷

চিঠিতে এনএএসইউডব্লিউটি-র মহাসচিব প্যাট্রিক রোচ লেখেন, ‘‘যতক্ষণ পর্যন্ত স্কুলের পরিবেশ সুরক্ষিত মনে না  হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষক বা শিক্ষার্থীদের সেখানে যাওয়ার আশা করা উচিত হবে না৷

‘‘আর হাতে থাকা তথ্য বলছে, ১ জুন স্কুল খোলার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি৷''

এনএএসইউডব্লিউটি-র একটি জরিপে দেখা গেছে, ৯৫ শতাংশ শিক্ষক সরকারের এ পরিকল্পনায় উদ্বেগ ও বিরক্তি প্রকাশ করেছেন৷ ৯৩ শতাংশ এই পরিকল্পনা নিয়ে গোলকধাঁধায় আছেন৷ ৯২ শতাংশ মনে করেন স্কুলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না৷

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক ডয়চে ভেলেকে বলেছেন, কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যমে শিক্ষকদের অসম্মানজনকভাবে তুলে ধরা হয়েছে৷ অথচ মহামারির এ সময়ে তারা শিশুদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন৷

তারা বলেন, সংবাদমাধ্যমে তাদের যেভাবে তুলে ধরা হয়েছে তাতে জনসমক্ষে তারা হেনস্থা হতে পারেন৷

‘‘আমরা সত্যিই ভয়ে আছি৷ ব্যক্তিগত সুরক্ষার কোনো ব্যবস্থা নেই৷ স্বাস্থ্য সুরক্ষার সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই৷ গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় কয়েকবার তাদের সুপারিশ বদলেছে৷''

দুশ্চিন্তায় কয়েক সপ্তাহ ধরে ঘুমাতে পারছেন না জানিয়ে আরেক শিক্ষক বলেন, ‘‘এতেই বোঝা যাচ্ছে এ দেশে শিক্ষকদের কী চোখে দেখা হয়৷ তাদের কোনো সম্মান নেই৷ সংবাদ পড়লে মনে হয় আমরা আলসেমি করে কাজে যাচ্ছি না৷

‘‘আমরা অলস নই৷ আমারও কাজে ফিরতে চাই৷ কিন্তু যেভাবে সব কিছু হচ্ছে তাতে সবাই সবার মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে৷ স্কুল খোলা নিয়ে দিকনির্দেশনাও যথেষ্ট স্পষ্ট নয়৷''

জার্মানিসহ ইউরোপের আরো কয়েকটি দেশেও স্কুল খুলতে শুরু করেছে৷

ওমাইরা গিল/এসএনএল

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য