1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আরব অঞ্চলের কাউকে নেয়া হবে না'

১৬ জানুয়ারি ২০২০

জার্মানির এক প্রতিষ্ঠান মিশর থেকে আসা এক প্রার্থীর আবেদন প্রত্যাখ্যানের কারণ জানাতে গিয়ে লিখেছে, ‘নো অ্যারাবস প্লিজ'৷ বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক৷ তথ্য বলছে, জার্মানিতে চাকরির বাজারে বর্ণবৈষম্যের প্রভাব বেড়েছে৷

https://p.dw.com/p/3WHcf
Flüchtlinge aus Syrien bei  Arbeitsagentur
ছবি: picture-alliance/dpa/S. Kahnert

মিসর থেকে আসা ইয়াসিন গাবর জার্মানির স্থাপত্য প্রতিষ্ঠান জিকেকে+আরশিটেকটেন-এ একটা চাকরির জন্য আবেদন করেছিলেন৷ সেই আবেদন প্রত্যাখ্যান করতে গিয়ে ওই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা লিখেছেন, ‘নো অ্যারাবস প্লিজ'৷ সেই মেল ফেসবুকে শেয়ার করেছিলেন ইয়াসিন৷ তারপরই শুরু হয় বিতর্ক৷ অনেকেই সেই মেল শেয়ার করে বর্ণবাদী মন্তব্যের সমালোচনা করেন৷

ডয়চে ভেলের কাছে বিষয়টি স্বীকার করে জিকেকে+আরশিটেকটেন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে৷ তবে তাদের দাবি, একটি মন্তব্যের অংশ বিশেষ প্রকাশ করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে৷ ডয়চে ভেলেকে পাঠানো এক চিঠিতে জিকেকে+আরশিটেকটেন কর্তৃপক্ষ আরো দাবি করেছে, সংশ্লিষ্ট পদের জন্য প্রত্যাশিত দক্ষতা না থাকায় ইয়াসিন গাবরের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে৷

এদিকে জার্মানির কেন্দ্রীয় বৈষম্য-বিরোধী সংস্থার তথ্য বলছে, এ দেশের কর্মক্ষেত্রে বর্ণবাদী বৈষম্য ইউরোপীয় ইউনিয়নের গড় বৈষম্যের তুলনায় বেড়েছে৷ইউরোপীয় ইউনিয়নে সার্বিকভাবে আফ্রিকান বংশোদ্ভূতদের শতকরা নয় ভাগ বৈষম্যের শিকার হন৷ জার্মানিতে তা শতকরা ১৪ ভাগে পৌঁছেছে৷সংস্থাটি আরো জানিয়েছে, জার্মানিতে নাম দেখে যাদের বিদেশি মনে হয় তাদের চাকরির আবেদন প্রত্যাখ্যানের হারও আশঙ্কাজনক৷ দেখা গেছে, ইন্টারভিউয়ের জন্য যাদের ডাকা হয় তাদের মধ্যে জার্মান নামধারীদের সংখ্যা ‘বিদেশি নামধারীদের' তুলনায় শতকরা ২৪ ভঅগ বেশি৷

এলিজাবেথ শুমাখার/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান