1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবু ধাবিতে প্রথম ইহুদি উপাসনালয়

২৩ সেপ্টেম্বর ২০১৯

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে ইহুদিদের উপাসনালয় সিনাগগ৷ স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী বছর এর নির্মাণকাজ শুরু হবে, ২০২২ সালের মধ্যে কাজ শেষ হবে৷

https://p.dw.com/p/3Q5KR
আবু ধাবির এই ধর্ম কমপ্লেক্সে থাকবে একটি মসজিদ, একটি গির্জা ও একটি সিনাগগছবি: The Higher Committee for Human Fraternity

আবু ধাবিতে নির্মাণ হচ্ছে আব্রাহামিক ধর্মগুলোর একটি কমপ্লেক্স৷ এই প্রকল্পের আওতায় একই চত্ত্বরে থাকবে মসজিদ, গির্জা ও সিনাগগ৷ আবু ধাবির পত্রিকা দ্য ন্যাশনাল রোববার এ সংবাদ প্রকাশ করেছে৷

গত ফেব্রুয়ারিতে প্রথম পোপ হিসেবে আরব উপদ্বীপ সফরের অংশ হিসেবে আরব আমিরাতে আসেন পোপ ফ্রান্সিস৷ তখনই এ কমপ্লেক্স তৈরির ঘোষণা করা হয়৷

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আরব আমিরাত নিজেদের সহনশীলতা, ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কেন্দ্র হিসেবে তুলে ধরতে চায়৷

আরব আমিরাতের প্রথম সিনাগগ হলেও দেশটিতে প্রবাসী হিসেবে বসবাসরত স্বল্পসংখ্যক ইহুদি জনগোষ্ঠী একটি ভাড়া বাড়িতে উপাসনা করে আসছেন৷ কোনো সিনাগগ না থাকলেও দেশটিতে বেশ কয়েকটি গির্জা, হিন্দুদের একটি মন্দির ও শিখদের একটি গুরুদুয়ারা রয়েছে৷

আরব আমিরাতে বসবাসকারীদের বেশিরভাগই বিদেশি শ্রমিক এবং তাদের সবচেয়ে বড় অংশ ভারতীয় নাগরিক৷ আবু ধাবির ভারতীয় দূতাবাস জানিয়েছে, আরব আমিরাতে অন্তত ২৬ লাখ ভারতীয় বাস করেন৷ অর্থাৎ, আমিরাতের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশই এখন ভারতীয়৷

আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনে অংশ নিতে ইসরায়েলি রাজনীতিবিদরা মাঝেমধ্যেই আমিরাতে আসেন৷

চেজ ভিন্টার/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান