ক্যালিফোর্নিয়ায় ‘আদম-হাওয়া'
২ আগস্ট ২০১৮দ্বিতীয় বিশ্বযুদ্বের সময় এই চিত্রকর্মগুলো নামমাত্র মূল্যে কিনে নিয়েছিলেন একজন নাৎসি সেনা কর্মকর্তা৷ যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কোর্ট সোমবার চিত্রকর্মগুলোর মালিকানার বিষয়ে ক্যালিফোর্নিয়ার নর্টন সিমন জাদুঘরের পক্ষে রায় দেয়৷
আদালতের নথি অনুযায়ী, শিল্পীর চোখে আদম ও হাওয়ার প্রতিরূপের এই তৈলচিত্র ছিল ইহুদি চিত্রকর্ম ব্যবসায়ী জাক গোডস্টিকারের কাছে৷ ১৯৪০ সালে তিনি নেদারল্যান্ডস থেকে পালানোর পর চিত্রকর্মগুলো প্রকৃত দামের চেয়ে অনেক কম দামে কিনে নেন নাৎসি মার্শাল হেরমান গ্যোরিং৷
পরে ডাচ সরকার চিত্রকর্মগুলো বিক্রি করে দেয়৷ অভিজাত রুশ পরিবার ছেড়ে যাওয়া এক সময়ের মার্কিন নৌ-কমান্ডার জর্জ স্ট্রগ্যানোফ-শেরব্যাটোফ সেগুলো কিনে নেন৷ পরে ১৯৭১ সালে তিনি চিত্রকর্মগুলো নর্টন সিমন জাদুঘরের কাছে বিক্রি করে দেন৷ তখন থেকে এগুলো সেখানেই প্রদির্শত হচ্ছে৷
গোডস্টিকারের পুত্রবধূ মারেই ফন সাহের এগুলোর মালিকানা দাবি করে আদালতে মামলা করেন৷ ১১ বছর ধরে চলা এই মামলায় আপিল আদালতের রায়ে হারের পর তাঁর আইনজীবী লরেন্স কায়ে বলেছেন, এই রায়ে তিনি ‘হতাশ' এবং মক্কেলের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবেন৷
অপরদিকে এক বিবৃতিতে সন্তোষ জানিয়ে জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, আদালতের এই রায়ে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে তাঁরা আশা করছেন৷
এএইচ/ডিজি