1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগামী বছর আরও মানবিক সহায়তা চায় জাতিসংঘ

১১ ডিসেম্বর ২০২৩

বিশ্বজুড়ে মানবিক সংকটের কারণে জাতিসংঘ আগামী বছরের জন্য আরো অর্থায়নের আবেদন জানিয়েছে৷ চলতি বছর বিশাল ঘাটতির উল্লেখ করে দাতা দেশগুলির কাছে কঠিন পরিস্থিতি তুলে ধরেছে মানবিক সহায়তা সংস্থা৷

https://p.dw.com/p/4a0DK
নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তর৷
২০২৪ সালের জন্য জাতিসংঘ প্রায় ৪,৬০০ কোটি মার্কিন ডলারের আবেদন করেছে৷ ছবি: Eduardo Munoz/AP/picture alliance

নতুন বছরেও বিশ্বজুড়ে মানবিক বিপর্যয়ের কারণে অনেক মানুষের সহায়তার প্রয়োজন হবে৷ জাতিসংঘ সেই লক্ষ্যে প্রায় ৪,৬০০ কোটি মার্কিন ডলার অংকের আবেদন করেছে৷ ২০২৪ সালের ‘গ্লোবাল হিউম্যানিটেরিয়ান ওভারভিউ' নামের রিপোর্টে জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয়কারি সংস্থা ওসিএইচএ এমন পরিস্থিতি তুলে ধরেছে৷ সংঘাত, জলবায়ু পরিবর্তনের কারণে জরুরি পরিস্থিতি ও অর্থনৈতিক কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ অসহায় অবস্থায় রয়েছে৷ শুধু অধিকৃত ফিলিস্তিনি এলাকা, সুদান ও ইউক্রেনেই মানুষের জন্য লাগাতার সহায়তার প্রয়োজন বলে জাতিসংঘের এই সংস্থা মনে করে৷ সংবাদ শিরোনামের আড়ালে আফ্রিকার পূর্ব ও দক্ষিণ অংশেই প্রায় সাত কোটি ৪১ লাখ মানুষ সহায়তার উপর নির্ভর করছে৷ সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানেও অনেক মানুষ এমন সহায়তার উপর নির্ভর করছেন৷

জাতিসংঘের সহায়তা সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রসের জাতীয় দফতরগুলিও সহায়তার অর্থায়নের জন্য আলাদা করে আবেদন জানাবে৷ তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কঠিন পরিস্থিতি সত্ত্বেও দাতা দেশগুলি হাত গুটিয়ে নিচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷ গ্রিফিথস বলেন, অর্থায়নের ক্ষেত্রে চরম ঘাটতি দেখা যাচ্ছে৷ তাই সহায়তা সংস্থাগুলি মানবিক পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে অত্যন্ত বাস্তববাদী ও কড়া মনোভাব নিয়ে নির্দিষ্ট সংকটের প্রতি মনোযোগ দিচ্ছে৷ ২০২৩ সালে ৫,৬৭০ কোটি ডলারের আবেদন করেও শেষ পর্যন্ত এই অংকের মাত্র ৩৫ শতাংশ হাতে পেয়েছে জাতিসংঘ৷ সেই অর্থ কাজে লাগিয়ে প্রায় ১২ কোটি ৮০ লাখ মানুষকে সহায়তা দেওয়া সম্ভব হয়েছে৷ গ্রিফিথস বলেন, ২০২৩ সালে এই প্রথম আগের বছরের তুলনায় আর্থিক সহায়তা বাড়ার বদলে কমে যাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷

গ্রিফিথসের মতে, ২০২৪ সালে সার্বিকভাবে মধ্যপ্রাচ্য এবং নির্দিষ্টভাবে গাজা ও পশ্চিম তীরের প্রতি বিশেষ নজর দিতে হবে৷ তাছাড়া আগামী বছর ইউক্রেন যুদ্ধ নতুন করে শুরু হবার আশঙ্কা প্রকাশ করে তিনি সেখানেও সহায়তার প্রয়োজনের উল্লেখ করেন৷ মোট ৭২টি দেশের জন্য সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ৷ ২৬টি সংকটে জর্জরিত দেশ এবং ৪৬টি দেশ, যেগুলি প্রতিবেশী দেশগুলির সংকটের কারণে সমস্যায় পড়েছে, তাদেরও সহায়তার প্রয়োজন৷

জাতিসংঘ মানবিক সংকটে কীভাবে সহায়তা করে, গ্রিফিথস সে বিষয়ে বিস্তারিত জানান৷ মানুষের প্রাণ বাঁচানো, ক্ষুধার বিরুদ্ধে সংগ্রাম, শিশুদের সুরক্ষা, মহামারি মোকাবিলা এবং গৃহহীন মানুষকে আশ্রয় দেবার মতো কর্মকাণ্ডে জাতিসংঘ কাজ করে চলেছে৷ জলবায়ু পরিবর্তনের ধাক্কার কারণে মানবিক সহায়তার প্রয়োজন আরো বেড়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন৷

এসবি/কেএম (রয়টার্স, এএফপি)