আওয়ামী লীগ সরকারের ভালো-মন্দ
প্রায় দশ বছর ধরে দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ৷ এই সময়ে সরকারের কাজে সন্তুষ্টি-অসন্তুষ্টির কথা ডয়চে ভেলেকে জানিয়েছেন দশজন ভোটার৷
দীপক চন্দ্র শীল
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করে বের হওয়া দীপক চন্দ্র শীল জানান, তাঁর কাছে গত পাঁচ বছরে আওয়ামী লীগ সরকারের যে কাজটি সবচেয়ে ভালো লেগেছে তা হলো, যুদ্ধাপরাধীর বিচার৷
রিয়ন সরকার
ঢাকার শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়ন সরকার মনে করেন, সরকারের সবচেয়ে ভালো কাজ ছিল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন৷ এক্ষেত্রে অনেক বাধা পেরিয়ে পদ্মা সেতুর কাজ এগিয়ে নেয়ার উদাহরণ দেন তিনি৷
জাহিদ মাহমুদ প্রান্ত
বিশ্ববিদ্যালয় পড়ুয়া জাহিদ মাহমুদ প্রান্ত বলেন, দেশ থেকে জঙ্গি নির্মূল করা আওয়ামী লীগ সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ৷
মনিকা আক্তার
একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মনিকা আক্তার৷ তাঁর দৃষ্টিতে সরকারের সবচেয়ে ভালো কাজ ছিল দশ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়া৷
হাসানুর রাজা
নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা সরকারের সবচেয়ে ভালো কাজ ছিল বলে মনে করেন স্কুল শিক্ষক হাসানুর রাজা৷
সবুজ মাতুব্বর
তিনি একজন বেসরকারি চাকরিজীবী৷ তাঁর কাছে আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে খারাপ লাগার বিষয় ছিল দলীয় কিছু নেতা-কর্মীর অপকর্ম, যেমন বেপরোয়া সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি৷
নিজামুদ্দীন আহমেদ
ব্যবসায়ী নিজামুদ্দীন আহমেদের কাছে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি সবচেয়ে খারাপ লেগেছে৷
জালাল মিয়া
উপজেলা নির্বাচনে নিজের ভোট প্রয়োগ করতে পারেননি মাছ বিক্রেতা জালাল মিয়া৷ ভোটকেন্দ্রে যাবার আগেই তাঁর ভোট অন্য কেউ দিয়ে ফেলেছিল বলে অভিযোগ তাঁর৷
মাহবুবুল আলম
পরিবহন ব্যবসায়ী মাহবুবুল আলমের মতে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটি তাঁর সবচেয়ে খারাপ লেগেছে৷
নূর মোহাম্মদ
রিকশাচালক নূর মোহাম্মদ গত পাঁচ বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধিকে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে খারাপ দিক মনে করেন৷