আইএস-কে নিশ্চিহ্ন করতে হবে!
১৫ সেপ্টেম্বর ২০১৪এর আগে এক ব্রিটিশ জিম্মিকে হত্যা করার ভিডিও প্রচার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস বা আইসিস)৷ সুন্নি ইসলামি জঙ্গি সংগঠনটি নিহত ব্যক্তির পরিচয়ও দিয়েছে৷ নিহত ব্যক্তির নাম ডেভিড হাইন্স৷ তাঁর শিরশ্ছেদ করার আগে ভিডিওতে মুখোশ পরা এক জঙ্গি জানায়, ব্রিটেন আইএস-বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়ার কারণেই হাইন্সকে হত্যা করা হচ্ছে৷ ব্রিটেন তার সিদ্ধান্তে অটল থাকলে আরেক ব্রিটিশ জিম্মি অ্যালেন হেনিং-এরও একই পরিণতি হবে বলে জানিয়ে দিয়েছে আইএস৷ এই নিয়ে তিনটি হত্যার ভিডিও প্রচার করল জঙ্গি সংগঠনটি৷ এর আগে যুক্তরাষ্ট্রের সাংবাদিক স্টিভেন সটলফ এবং জেমস ফলিকেও একইভাবে হত্যা করে তারা৷
এদিকে ব্রিটনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ডেভিড হাইন্সকে হত্যা করার জন্য আইএস-কে চরম মূল্য দিতে হবে৷ তিনি জানান, ইরাকে আইএস-বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের পাশে থাকার সিদ্ধান্তে ব্রিটেন এখনো অটল৷ ফ্রান্স ইতিমধ্যে ইরাকে যুদ্ধবিমান পাঠানো শুরু করেছে৷ ১০টি যুদ্ধবিমান এবং ৬০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া৷ যুক্তরাষ্ট্র গত মাস থেকে শুরু হওয়া বিমান হামলা জোরদার করার পাশাপাশি আইএস-বিরোধী ‘মধ্যপন্থি সিরীয় বিদ্রোহীদের' প্রশিক্ষণ এবং আইএস-এর হামলায় বিপর্যস্ত ইরাকি সেনাবাহিনীর পুনর্গঠনে ভূমিকা রাখার ঘোষণা দিয়েছে৷
আইএস-কে পরাস্ত করার বাকি পরিকল্পনা চূড়ান্তকরণ এবং পরিকল্পনাগুলো বাস্তবায়নে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বৃদ্ধির জন্যই প্যারিসে সোমবার শুরু হয়েছে একটি বিশেষ সম্মেলন৷ সম্মেলন শুরুর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, তাঁর দেশ আশা করে আইএস-বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সব মিত্র দেশ, বিশেষ করে আরব দেশগুলো ‘অর্থপূর্ণ' ভূমিকা রাখবে৷
এসিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)