1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জোকোভিচের বাঁধা?

৭ জানুয়ারি ২০১৩

আগের দু’বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের ২০১২ সালে কিছুটা টাল খেলেও বার বার সামলে উঠেছেন৷ মেলবোর্নে এবার অতি বড় বৈরী রাফায়েল নাদাল নেই, তবে অ্যান্ডি মারে নাকি আগ্রাসী হতে শিখেছেন৷

https://p.dw.com/p/17F7U
Novak Djokovic of Serbia holds the trophy during the awarding ceremony after defeating Rafael Nadal of Spain in the men's singles final at the Australian Open tennis championship, in Melbourne, Australia, early Monday, Jan. 30, 2012. (Foto:John Donegan/AP/dapd)
ছবি: dapd

গতবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ এবং নাদালের মধ্যে খেলাটি চলে প্রায় ছয় ঘণ্টা ধরে৷ তবুও জোকোভিচ স্নায়ু বজায় রেখে তাঁর পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম এবং তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেন খেতাবটি সংগ্রহ করেন৷ তার পরেও গোটা ২০১২ সাল ধরে ‘বিগ ফোরের' অন্য তিন প্রতিদ্বন্দ্বী জোকোভিচকে সিংহাসনচ্যুত করার প্রচেষ্টা চালিয়ে গেছেন, যার ফলে গেলবছর জোকোভিচের পক্ষে আর কোনো গ্র্যান্ড স্ল্যাম জেতা সম্ভব হয়নি৷ সেগুলোর সবই গেছে রাফা নাদাল, রজার ফেডারার কিংবা অ্যান্ডি মারের তাঁবে৷

Britain's Andy Murray kisses his trophy after defeating Serbia's Novak Djokovic in the men's singles final match at the U.S. Open tennis tournament in New York, September 10, 2012. REUTERS/Shannon Stapleton (UNITED STATES - Tags: SPORT TENNIS)
অ্যান্ডি মারেছবি: Reuters

উইম্বলডনের সেমিফাইনালে জোকোভিচের ডিফেন্স তছনছ করে দিয়েছিলেন ফেডারার৷ বিশ্ব বাছাইয়ে জোকোভিচের পয়লা নম্বর ব়্যাংকিংও কেড়ে নেন ফেডারার, তবে মাত্র চার মাসের জন্য৷ লন্ডন অলিম্পিক্সের সেমিফাইনালে জোকোভিচকে হারান পাড়ার মস্তান মারে৷ পরে ইউএস ওপেনের ফাইনালে, অর্থাৎ বেপাড়াতেও, পাঁচ সেটে জোকোভিচকে হারান মারে৷

তবে বছর শেষ হওয়ার মুখে দেখা যাচ্ছে, নাদাল ভাইরাস ইনফেকশনের দরুণ অস্ট্রেলিয়ান ওপেন থেকে বাদ পড়ছেন৷ ওদিকে মরশুম-শেষের এটিপি ট্যুর ফাইনালে ফেডারারকে স্ট্রেট সেটে হারিয়েছেন জোকোভিচ, তখন আবার তিনি তাঁর বাবর অসুখ নিয়ে চিন্তায়৷ অন্যদিকে শাংহাই মাস্টার্স-এ মারেকে অকালে বিদায় নিতে বাধ্য করেন জোকোভিচ৷ এছাড়া আবু ধাবির প্রদর্শনী টুর্নামেন্টেও জিতেছেন জোকোভিচ৷ মেলবোর্নে প্রচুর সার্বদের বাস, অর্থাৎ জোকোভিচের ‘দেশের লোক'৷ সব মিলিয়ে মেলবোর্ন পার্কে জোকোভিচকে এবার মারে কে৷

অবশ্য অ্যান্ডি মারে গত রবিবার ব্রিসবেনে ইন্টারন্যাশনালের ফাইনালে গ্রিগর দিমিত্রভকে হারানোর পর বলেছেন, তিনি অবশেষে আগ্রাসী হতে শিখেছেন৷ বলতে কি, গোটা খেলাটাই ছিল মারের এই নতুন আক্রমণাত্মক মনোভাবের পরিচায়ক৷ প্রথম সেটে ৪-১ গেমে পিছিয়ে থেকেও মারে সেটটি টাইব্রেকারে জেতেন৷ দ্বিতীয় সেটে একটি ব্রেকে পিছিয়ে থেকেও একই খেল দেখান মারে৷ প্রতিপক্ষ এবং নিজের সম্পর্কে তাঁর বক্তব্য: ‘‘আমার সূচনাটা বিশেষ ভালো হয়নি৷ ও'ও খুব আগ্রাসীভাবে খেলছিল৷ কিন্তু প্রথম সেটের শেষ দিক থেকে আমি খেলাটা ঘুরিয়ে দিই এবং ও'কে দৌড়তে বাধ্য করি৷''

তাহলে কি এবারকার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালটি হবে: জোকোভিট বনাম মারে?

এসি/ডিজি ( রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য