অস্কার মনোনয়নে খুশি ভারতের গ্রামের সংবাদ সংস্থা
১২ ফেব্রুয়ারি ২০২২২০ বছর আগে প্রতিষ্ঠিত খবর ল্যাহেরিয়ার কাজ নিয়ে তৈরি তথ্যচিত্রের নাম ‘রাইটিং উইথ ফায়ার'৷ ৯৩ মিনিটের তথ্যচিত্রটি ‘বেস্ট ডকুমেন্টারি ফিচার' বিভাগে মনোনয়ন পেয়েছে৷ ২৭ মার্চ অস্কার জয়ীদের নাম জানা যাবে৷
অস্কার মনোনয়ন পাওয়ার সংবাদে খবর ল্যাহেরিয়ার সাংবাদিক মীরা দেবী জানান, ‘‘আমি অনেক খুশি৷ কিন্তু সেটা ভালো করে প্রকাশ করতে পারব না৷’’
তথ্যচিত্রে তাকে খবরের সন্ধানে সাইকেলে করে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াতে দেখা গেছে, স্মার্টফোনে গ্রামবাসীদের কথা রেকর্ড করতে দেখা গেছে৷
উত্তর প্রদেশে দলিতসহ নিম্নবর্ণের মানুষদের প্রায়ই সহিংসতার শিকার হতে হয়৷ ঐ রাজ্যের প্রত্যন্ত এলাকার স্থানীয় নানা বিষয় ও নারীদের কথা তুলে ধরে খবর ল্যাহেরিয়া৷
এই সংবাদ সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা কবিতা দেবী বলেন, ‘‘২০ বছরের বেশি সময় ধরে প্রত্যন্ত এলাকা নিয়ে কাজ করার স্বীকৃতি এবং বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের ভালোবাসা পেয়ে আমরা গর্বিত৷’’
একটি কৃষিখামার থেকে খবর ল্যাহেরিয়ার কর্মকাণ্ড পরিচালিত হয়৷ সংবাদ সংস্থাটি স্থানীয় নারীদের ফোন ব্যবহার করে সাক্ষাৎকার নেয়ার উপর প্রশিক্ষণ দিয়ে থাকে৷
রিন্টু থমাস ও সুস্মিত ঘোষ পরিচালিত তথ্যচিত্রটি অস্কার মনোনয়ন পাওয়ায় অনেক বলিউড তারকাও অভিনন্দন জানিয়েছেন৷
জেডএইচ/আরআর (রয়টার্স)