অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির হবে
৯ নভেম্বর ২০১৯ভারতের অযোধ্যার এক বিতর্কিত জমি নিয়ে কয়েক দশক অপেক্ষার পর শনিবার রায় ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত৷ রায়ে ওয়াকাফ বোর্ডের আর্জি এবং নির্মোহী আখড়ার জমির উপর দাবি দুটোই খারিজ করে দেন বিচারকরা৷ বিতর্কিত সেই জমিতে একটি ট্রাস্টের অধীনে মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত৷ পাশাপাশি, একটি মসজিদ গড়তে কাছাকাছি অন্য কোথাও মুসলমানদের পাঁচ একর জমি দিতেও বলা হয়েছে রায়ে৷
প্রসঙ্গত, হিন্দুদের দাবি হচ্ছে, রামের জন্মস্থান অযোধ্যা এবং যে স্থান নিয়ে বিতর্ক সেখানে একটি মন্দির ছিল৷ সেই মন্দিরের স্থানেই কয়েকশত বছর আগে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল বলে দাবি তাদের৷
সুপ্রিম কোর্টের রায়ের অংশবিশেষ উল্লেখ করে ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘‘রায়ে উল্লেখ করা হয়েছে, বাবরের সেনাপতি মির বাকিই যে মসজিদ তৈরি করেছিলেন, তার প্রমাণ রয়েছে৷ তবে সেটা কোন সালে, তা নির্ধারিত নয় এবং তারিখ গুরুত্বপূর্ণও নয়৷ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের খননে অন্য কাঠামোর প্রমাণ মিলেছে৷ তবে সেই কাঠামো থেকে এমনও দাবি করা যায় না যে, সেগুলি মন্দিরেরই কাঠামো৷''
আনন্দবাজার লিখেছে, ‘‘আবার সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি খারিজ করে শীর্ষ আদালত বলেছে, শুধুমাত্র বিশ্বাসের ভিত্তিতে কোনও অধিকার দাবি করা যায় না৷ জমির মালিকানা আইনি ভিত্তিতেই ঠিক করা উচিত৷''
উল্লেখ্য, ১৯৯২ সালে একদল হিন্দু উগ্রপন্থি বাবরি মসজিদ গুঁড়িয়ে দিলে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে যাতে অন্তত দুই হাজার মানুষ প্রাণ হারায়৷ নিহতদের মধ্যে অধিকাংশই ছিল মুসলামান৷ শনিবার রায় ঘোষণার পর যাতে পরিস্থিতি অশান্ত হয়ে না পড়ে সেজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভারত সরকার৷
এআই/কেএম (এএফপি, এপি, আনন্দবাজার)